আরব আমিরশাহিতে আইপিএলের প্রস্তিতি শুরু করে দিয়েছে সব দল। চলছে কঠোর অনুশীলন ও ফিটনেস ট্রেনিং। কিন্তু মরুদেশের গরমে নাজেহাল সকলেই। তাই অনুশীলনে নাজেহাল অবস্থা সকলের। গরম থেকে বাঁচতে নানা পন্থা অবলম্বন করছেন ক্রিকেটাররা। ভেজা রুমাল, আইস ব্যাগ থেকে শুরু করে ঘন ঘন জল পান, চলছে সবকিছুই। কিন্তু নিজেকে ঠান্ডা রাখতে আইস বাথকেই বেছে নিলেন বিরাট কোহলি।