একদিকে যখন চেন্নাই টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াকু ইনিংস খেলছেন ঋষভ পন্থ। ঠিক তখনও অন্যদিকে ভয়ালহ তুষার ধসের কারণে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে পন্থের রাজ্য উত্তরখন্ডে চামোলি জেলার জোশিমঠ। তাই ৯১ রানের ঝকঝকে ইনিংস খেললেও, মন খারাপ ভারতীয় উইকেট রক্ষক ব্যাটসম্যানের।
ভারতীয় দলের তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যানের৷ উত্তরাখণ্ডের হরিদ্ধার জেলার রুরকি শহরের বাসিন্দা পন্থ ৷ ঘটনা জানার পর থেকেই মন খারাপ তার।
68
আবেগ ঘন ট্যুইটে এদিন পন্থ লেখেন,'উত্তরাখণ্ডের বন্যায় ক্ষতিগ্রস্থদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা ও প্রার্থনা। আশা করি উদ্ধারকার্য চলছে, যারাঁ সমস্যায় রয়েছেন তাঁরা যেন সহায়তা পান।'
78
শুধু দুঃখ প্রকাশ করেই ক্ষান্ত থাকেননি ঋষভ পন্থ। উদ্ধার কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। ভারত-ইংল্যান্ড ম্যাচে তার ম্যাচ ফি উদ্ধার কার্যে দেবেন বলে জানিয়েছেন পন্থ।
88
নিজের রাজ্যের দুর্দিনে সত্যিই দুঃখী পন্থ। আর যেইভাবে নিজের ম্যাচ ফি দিয়ে পাশে দাঁড়িয়েছেন, তাতে পন্থের ভূমিকার প্রশংসা করেছেন তার ভক্ত ও নেটিজেনরা।