সচিন-কোহলি থেকে সানিয়া-রাশিদ, ইদের শুভেচ্ছা জানিয়ে সকলের সুস্থতা কামনা ক্রীড়া ব্যক্তিত্বদের

Published : May 14, 2021, 12:00 PM ISTUpdated : May 14, 2021, 12:04 PM IST

আজ খুশির ইদ। দেশ জুড়ে চলছে শুভেচ্ছা বিনিময়। করোনা অতিমারীর আবহে অনেক নিয়মের মধ্য দিয়েই পালিত হচ্ছে মুসলমান সম্প্রদায়ের এই খুশির দিনটি। তবে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছেন সকলেই। সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, সানিয়া মির্জা থেকে বাবার আজম, রাশিদ খানের মত ক্রীড়া ব্যক্তিত্বরাও জানিয়েছেন ইদের শুভেচ্ছা।  

PREV
112
সচিন-কোহলি থেকে সানিয়া-রাশিদ, ইদের শুভেচ্ছা জানিয়ে সকলের সুস্থতা কামনা ক্রীড়া ব্যক্তিত্বদের

সচিন তেন্ডুলকর-
সোশ্য়াল মিডিয়ায় দেশবাসীকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। লিখেছেন,'ইদের এই পবিত্র দিনে সকলের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করছি।' 
 

212

বিরাট কোহলি-
সকলকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,'এই অনিশ্চিত সময়ে ইদের ভাবনা সকলের জীবনে নিয়ে আসুক ভালোবাসা, শান্তি ও আনন্দ। ইদ মুবারক। সুপক্ষিত থাকুন।'
 

312

অজিঙ্কে রাহানে-
ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক অজিঙ্কে রাহানেও সকলকে ইদের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,টসকলকে ইদের শুভেচ্ছা। এই বছর আপনার ও আপনার পরিবারের জন্য সুখ ও খুশি নিয়ে আসুক'।
 

412

মহম্মদ শামি--
ইদের এই পবিত্র দিনে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামি। একইসঙ্গে সকলের সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি কামনা করেছেন। 

512
ইরফান পাঠান- প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানও ইদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন,'সকলকে ইদের শুভেচ্ছা। এই ইদ সকলের জন্য নিয়ে আসুক আনন্দ। সকলকে অনকে ভালোবাসা।'
612

সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি শেয়ার করে সকলকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার সুরেশ রায়নাও।

712

বাবর আজম-
পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজও সকলকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন। নিজের একটি ছবি শেয়ার করে বাবর আজম লিখেছেন,'সকলকে ইদের শুভেচ্ছা। আজকের দিনটি সকলের খুব ভালো কাটুক।'
 

812

রাশিদ খান-
আফিগানিস্তান ও সানরাইজার্স হায়দরাবাদের তারকা ক্রিকেটার রাশিদ খান নিজের একটি ছবি শেয়ার করে সকলকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন। সঙ্গে লিখেছেন, 'বিশ্ব জুড়ে সকলকে ইদের শুভেচ্ছা'।
 

912

সানিয়া মির্জা-
ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা ইদের শুভেচ্ছা সোশ্য়াল মিডিয়ায় লিখেছেন,' সকলকে ইদের শুভেচ্ছা। আজ আমাদের প্রার্থনা সকলের যন্ত্রণা কম করুক। আল্লাহ সকলের ব্য়াথা কম করুক পৃথিবীকে ঠিক করে দিক।'
 

1012

শোয়েব মালিক-
সানিয়া মির্জা স্বামী ও পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিকও সোশ্যাল মিডিয়ায় সকলকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে সকলের সুস্বাস্থ্য, খুশি  কামনা করেছেন।
 

1112

শ্রীবৎস গোস্বামী-
সানরাইজার্স হায়দরাবাদের অপর এক প্লেয়ার শ্রীবৎস গোস্বামীও দলে সকলকে ও ফ্যানেদের ইদের শুভেচ্ছা জানিয়েছে। 
 

1212

স্যাম বিলিংস-
ইংল্যান্ডের তারকা প্লেয়ার স্যাম বিলিংসও সকলকে ইদের শুভেচ্ছা জানিয়েছে। লিখেছেন, সকলকে ইদের শুভেচ্ছা, যারা এই দিনটি পালন করছেন।'
 

click me!

Recommended Stories