এক সাক্ষাৎকারে গাভাসকর বলেছেন,'পন্থের নেতৃত্বে দারুণ খেলল দিল্লি। ছয় নম্বর ম্যাচ অবধি ওর অধিনায়কত্ব নিয়েই প্রশ্ন করে গেল সকলে। সবাই একই প্রশ্ন করে ওকে ক্লান্ত করে দিয়েছিল। কিন্তু পন্থ আগুনটা ধরে রেখেছিল। নিজের মধ্যে জ্বালিয়ে রেখেছিল সেটা। হ্যাঁ, ও ভুল করেছে, সব অধিনায়কই করে'।