আইপিএলের আগে বিয়ে সেরে ফেললেন বিজয় শংকর, দেখুন 'ওয়েডিং অ্যালবাম'

আরব আমিরশাহিতে গত আইপিএলে খেলতে যাওয়ার আগে বাগদান সেরেছিলেন ভারতীয় অলরাউন্ডার ও সানরাইজার্স হায়দরাবাদ তারকা বিজয় শংকর। আর ২০২১ আইপিএলের আগে বিয়ে সেরে ফেললেন ভারতীয় তারকা। দীর্ঘদিনের বান্ধবী ও বাগদত্তা বৈশালী বিশ্বেস্বরনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন বিজয় শংকর।
 

Sudip Paul | Published : Jan 28, 2021 4:15 PM
19
আইপিএলের আগে বিয়ে সেরে ফেললেন বিজয় শংকর, দেখুন 'ওয়েডিং অ্যালবাম'

দীর্ঘ বছরের প্রেম। সেরে রেখেছিলেন বাগদান। এবার সাতপাকে বাঁধা পড়লেন ভারতীয় অলরাউন্ডার বিজয় শংকর।
 

29

আরব আমিরশাহিতে আইপিএল খেলতে যাওয়ার আগে ২০ অগাস্ট বান্ধবী বৈশালী বিশ্বেসরনের সঙ্গে বাগদান সেরেছিলেন বিজয় শংকর।
 

39

বাগদানের একাধিক মিস্টি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সানরাইজার্স হায়দরাবাদ তারকা। সকলেও শুভেচ্ছাও জানিয়েছিলেন তাকে।
 

49
এবার ২০২১ সালের আইপিএলের আগে বিয়েটা সেরে ফেললেন বিজয় শংকর। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে খবর দিয়েছে তার আইপিএল দল।
59

সানরাইজারস হায়দরাবাদ তাঁর বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছে। তারা লিখেছে, ‘তোমাকে এই বিশেষ দিনে আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা। তোমার বিবাহিত জীবন অনেক সুখের হোক।’

69
প্রথমে কোভিডের কারণে তাদের বিয়ে কিছুটা পিছিয়ে যায়। অবশেষে পরিস্থিত কিছুটা নিয়ন্ত্রণে আসায় বৃহস্পতিবার শুভ কাজটা সেরে ফেললেন বিজয় শংকর ও বৈশালী।
79
বিয়ের খবর প্রকাশ্যে আসতেই ভারতীয় দলের একাধিক সদস্য শুভেচ্ছা জানিয়েছে বিজয় শংকরকে। তার অনুগামীদেরও শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তামিলনাড়ুর ক্রিকেটার।
89

২০১৮ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক হয়েছিল বিজয় শঙ্করের। এক বছর পর মেলবোর্নে ওয়ানডেতে অভিষেক ঘটে তাঁর। এখনও পর্যন্ত ১২ ওয়ানডে ও নয় টি-টোয়েন্টিতে খেলেছেন চেন্নাইয়ের এই অলরাউন্ডার। এক দিনের ম্যাচে তিনি করেছেন ২২৩ রান, নিয়েছেন চার উইকেট। টি-টোয়েন্টিতে তিনি করেছেন ১০১ রান, নিয়েছেন পাঁচ উইকেট। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের ভারতীয় দলেও জায়গা পেয়েছিলেন তিনি। কিন্তু পরে চোটের জন্য ছিটকে যেতে হয়।

99

গত মরসুমে আইপিএল খুব একটা ভালো যায়নি বিজয় শংকরের। যদিও এবার তার উপর আস্থা রেখে তাকে দলে রেখে দিয়েছে সানরাইজার্স। এবার আইপিএলে ভালো পারফর্ম করে ভারতীয় দলে ফের জায়গা করাই লক্ষ্য বিজয় শংকরের।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos