পাকিস্তান ক্রিকেটের সেরা সুন্দরী ক্রিকেটার কারা, চিনে নিন তাদের

ভারত বনাম পাকিস্তানের (India vs Pakistan) ক্রিকেট ম্য়াচ বিশ্ব ক্রিকেটের অন্যতম উত্তেজক ম্যাচগুলির মধ্যে অন্যতম। ছেলেদের পাশাপাশি দুই দেশের মহিলা দলের খেলাও যথেষ্ট উত্তেজক হয়। পাকিস্তান মহিলা ক্রিকেট দলে (Pakistan Womens Cricket Team) এমন কিছু ক্রিকেটার রয়েছে যারা তাদের রূপের মাধ্যমেও সকলের মন জয় করেছে। চলুন চিনে নেওয়া যাক পাক ক্রিকেটে সেরা সুন্দরী ক্রিকেটারদের (beautiful and gloumours female cricketers)।

Sudip Paul | Published : Jun 29, 2022 10:37 PM / Updated: Jun 29 2022, 10:38 PM IST
18
পাকিস্তান ক্রিকেটের সেরা সুন্দরী ক্রিকেটার কারা, চিনে নিন তাদের

বিসমাহ মারুফ-
বর্তমানে পাকিস্তানের মহিলা দলের অধিনায়ক বিসমাহ মারুফ। ১৫ বছর বয়স থেকে তিনি জাতীয় দলের হয়ে  খেলা শুরু করেন। পাকিস্তানের হয়ে ১১৮টি ওয়ানডেতে ২৮৯১ রান এবং ১১১ টি-টোয়েন্টিতে ২২৯০ রান করেছেন। তার একটি ছোট মেয়েও রয়েছে। বিসমাহর সঙ্গে বিশ্বকাপের সময় দেখা গেছে তাকে।
 

28

আলিয়া রিয়াজ-
পাকিস্তান দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার আলিয়া রিয়াজ।  অল্প সময়ের মধ্যেই তিনি জাতীয় দলের হয়ে নিজের অপরিহার্যতা প্রমাণ করেছেন। আলিয়া এখন পর্যন্ত ৪৮টি ওয়ানডে ও ৫১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। যেখানে তার মোট রান ১৪৮২।
 

38

কাইনাত ইমতিয়াজ-
কাইনাত ইমতিয়াজ পাকিস্তানের হয়ে  খেলার পাশাপাশি  নিজের রূপ ও সৌন্দর্য্যের জন্যও খুবই জনপ্রিয়। নিজের নামের মতো কাইনাতও দেখতে কোনও অভিনেত্রীর চেয়ে কম নয়। সম্প্রতি তার বিয়ের ছবি খুবই ভাইরাল হয়েছে। যেখানে তাকে কনের সাজে ক্রিকেট খেলতে দেখা গেছে।

48

জাভেরিয়া খান-
জাভেরিয়া খান পাকিস্তানের শীর্ষ অলরাউন্ডারদের একজন। ২০২০ সালের ডিসেম্বর মাসে তিনি পাকিস্তানের জাতীয় দলের অধিনায়ক নিযুক্ত হন। যখন বিসমাহ মারুফ দলের অংশ ছিলেন না। বর্তমানে পাকিস্তান মহিলা দলে তিনি অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে অন্যতম। 
 

58

সানা মীর
সানা মীর পাকিস্তানের অন্যতম সেরা অধিনায়ক ছিলেন। বর্তমানে তিনি জাতীয় দলের সাথে ক্রিকেট ধারাভাষ্য করেন। ২০১৮ সালের অক্টোবরে তিনি আইসিসি ওডিআই বোলার র‌্যাঙ্কিংয়ে প্রথম পাকিস্তানি মহিলা ক্রিকেটার হিসেবে এক নম্বর স্থান অর্জন করেছিলেন।

68

নাইন আবিদিক-
নাইন আবিদিক ২০০৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত পাকিস্তান মহিলা দলের অংশ ছিলেন। তিনি ৮৭টি একদিনের আন্তর্জাতিক এবং ৬৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিনি তার সৌন্দর্যের কারণে কোটি মানুষের হৃদয়ে রাজত্ব করেন।
 

78

ইরম জাভেদ-
ইরম জাভেদ একজন অলরাউন্ডার। প্রধানত তিনি ব্যাটসম্যান হলেও দলের প্রয়োজনে বোলিংও করে থাকেন। ২০২২ সালে নিউজিল্যান্ডের মাটিতে আয়োজিত মহিলা বিশ্বকাপে পাকিস্তান দলে রিজার্ভ ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছিলেন। 
 

88

ভারত বনাম পাকিস্তানের (India vs Pakistan) ক্রিকেট ম্য়াচ বিশ্ব ক্রিকেটের অন্যতম উত্তেজক ম্যাচগুলির মধ্যে অন্যতম। ছেলেদের পাশাপাশি দুই দেশের মহিলা দলের খেলাও যথেষ্ট উত্তেজক হয়। পাকিস্তান মহিলা ক্রিকেট দলে (Pakistan Womens Cricket Team) এমন কিছু ক্রিকেটার রয়েছে যারা তাদের রূপের মাধ্যমেও সকলের মন জয় করেছে। চলুন চিনে নেওয়া যাক পাক ক্রিকেটে সেরা সুন্দরী ক্রিকেটারদের (beautiful and gloumours female cricketers)।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos