ভারত বনাম পাকিস্তানের (India vs Pakistan) ক্রিকেট ম্য়াচ বিশ্ব ক্রিকেটের অন্যতম উত্তেজক ম্যাচগুলির মধ্যে অন্যতম। ছেলেদের পাশাপাশি দুই দেশের মহিলা দলের খেলাও যথেষ্ট উত্তেজক হয়। পাকিস্তান মহিলা ক্রিকেট দলে (Pakistan Womens Cricket Team) এমন কিছু ক্রিকেটার রয়েছে যারা তাদের রূপের মাধ্যমেও সকলের মন জয় করেছে। চলুন চিনে নেওয়া যাক পাক ক্রিকেটে সেরা সুন্দরী ক্রিকেটারদের (beautiful and gloumours female cricketers)।