Virat Kohli Birthday- বিরাট কোহলির সেরা ৫টি ইনিংস, যা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে

৫ নভেম্বর ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) জন্মদিন (Birthday)। ৩৩ পূর্ণ  করে ৩৪-এ পড়লেন  ভিকে। সকাল থেকেই শুভেচ্ছা জোয়ারে ভাসছেন বিরাট। বর্তমানে আরব আমিরশাহিতে টি২০ বিশ্বকাপ (T20 World Cup) খেলতে ব্যস্ত রয়েছেন ভারত অধিনায়ক। জন্মদিনে জেনে নিন বিরাট কোহলির স্মরণীয় ৫টি ইনিংস।

Sudip Paul | Published : Nov 5, 2021 3:03 PM IST / Updated: Nov 05 2021, 08:36 PM IST

18
Virat Kohli Birthday- বিরাট কোহলির সেরা  ৫টি ইনিংস, যা  চিরকাল স্মরণীয় হয়ে থাকবে

১. ১৮৩ বনাম পাকিস্তান, এশিয়া কাপ ২০১২-
এটি একটি হাই ভোল্টেজ ম্যাচ ছিল। কারণ ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছিল। পাকিস্তান প্রথমে ব্যাট করে ৩২৯/৬ বিশাল স্কোরকরে। নাসির জামশেদ ও মোহাম্মদ হাফিজ দুজনেই সেঞ্চুরি করেন। এটি একটি বাছাইপর্বের ম্যাচ ছিল এবং ভারতকে জিততেই হত।

28

১৮৩ বনাম পাকিস্তান, এশিয়া কাপ ২০১২-
রান তাড়া করতে নেমে গম্ভীর শূন্য রানে আউট হওয়ায় বিরাট সমস্যায় পড়ে ভারত। এরপর আসেন কোহলি। অনবদ্য ব্যাটিং করে দলকে জয় এনেদেন  বিরাট।  মাঠের সর্বত্র বল মারেন  তিনি। ২২টি চার ও এক ছক্কাযর সাহাজ্যে ১৪৮ বলে ১৮৩ রান করেন কোহলি। ভারত ম্যাচ জেতে ও কোহলি ম্যাচের সেরা হন।
 

38

২. ১৩৩ বনাম শ্রীলঙ্কা, কমনওয়েলথ ব্যাঙ্ক সিরিজ ২০১২-
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে উঠতে হলে এই  ম্য়াচটি ভারতের কাছে ছিল ডু অর ডাই। শ্রীলঙ্কা যা রান করবে তা ভারতকে করতে হত ৪০ ওভারে। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত। দিলশান ও সাঙ্গাকারা উভয়ই সেঞ্চুরি করেন এবং মোট ৩২০ রান করে। ভারতকে ৪০ ওভারের মধ্যে ৮ রান প্রতি ওভারে করতে হত।
 

48

১৩৩ বনাম শ্রীলঙ্কা, কমনওয়েলথ ব্যাঙ্ক সিরিজ ২০১২-
রান তাড়া করতে নেমে স্মরণীয় ইনিংস খেলেন বিরাট কোহলি। ৮৬ বলে ১৬টি চার ও দুটি ছক্কার সাহায্যে ১৩৩ রান করেন বিরাট। গৌতম গম্ভীর, বীরেন্দ্র সেওয়াগ,সচিন তেন্ডুলকর এবং সুরেশ রায়নাও ভালো ইনিংস খেলেছিলেন। ফলস্বরূপ, ভারত ৩৬.৪ ওভারেই ম্যাচ জিতে নেয় ভারতীয়দল। ম্যাচ সেরার পুরস্কার পান কোহলি।
 

58

৩. ১২৯ বনাম দক্ষিণ আফ্রিকা ২০১৮-
ভারত এবং দক্ষিণ আফ্রিকা ২০১৮ সালের শুরুতে একটি ৬ ম্যাচের সিরিজে মুখোমুখি হয়েছিল৷ সিরিজের শেষ ম্যাচ এবং ভারত ৪-১-এ এগিয়ে ছিল৷ দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করলেও বড় স্কোর করতে ব্যর্থ হয়। ৪৬.৫ ওভারে ২০৪ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
 

68

১২৯ বনাম দক্ষিণ আফ্রিকা ২০১৮-
ভারত রান তাড়া করতে নেমে শুরুতেই  রোহিত শর্মা ও শিখর ধওয়ানকে হারিয়ে চাপে পড়ে যায়। তবে দলের ইনিংসের রাশ ধরেন বিরাট কোহলি। মোট ১২৯ রান করে দলকে জয় এনে দেন তিনি। ১৯টি চার ও ২টি ছয় মারেন  তিনি। ম্য়াচের সেরা নির্বাচিত হন বিরাট কোহলি।
 

78

৪. ১৫৩ বনাম দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় টেস্ট ২০১৮-
সেঞ্চুরিয়নে এটি ছিল ভারতের দ্বিতীয় টেস্ট ম্যাচ। দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে ৩৩৫ রান করে। ভারত ভালো শুরু করে এবং কোহলি অনবদ্য ইনিংস খেলেন। ১৫৩ রানের অনবদ্য ইনিংস খেলেন। কিন্তু অন্য়ান্যরা ব্যর্থ হওয়ায় ৩০৭ রানে শেষ হয় ভারতের ইনিংস। বোলাররা দক্ষিণ আফ্রিকাকে ২৫৮ রানে আটকে রাখে। কিন্তু ব্যাটসম্যানরা ব্যর্থ হয় এবং ১৫১ রানে অলআউট হয়ে যায়। ভারত ম্যাচ হেরে যায় কিন্তু কোহলির ইনিংস প্রশংসীত হয়েছিল।
 

88

৫. ১০৭  বনাম পাকিস্তান, ২০১৫ বিশ্বকাপ-
বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচ সবসময়ই রোমাঞ্চকর। ২০১৫ বিশ্বকাপেও, ভারত ও পাকিস্তান  মুখোমুখি হয়েছিল। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। ওপেনাররা ব্যর্থ হলেও ইনিংসের রাশ ধরেন বিরাট কোহলি।  ৮টি চার মেরে নিজের সেঞ্চুরি পূরণ  করেন। ৩০০ রান করে ভারত। ২২৪ রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস।
 

Share this Photo Gallery
click me!
Recommended Photos