দেশকে বিশ্বকাপ দিয়েছে কপিল ও ধোনি-
ভারতই একমাত্র দেশ যারা ২০ ওভার, ৫০ ওভার এবং ৬০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ জিতেছে। দেশ কে বিশ্বকাপ এনে দিয়ে অধিনায়ক হিসেবে ইতিহাসের পাতায় না চির স্মরণীয় করে রেখেছেন কপিল দেব, মহেন্দ্র সিং ধোনিরা। তার মধ্যে ধোনি দেশকে ২টি বিশ্বকাপ অর্থাৎ টি২০ ও ৫০ ওভারের বিশ্বকাপ দিয়েছে।