ICC T20 World Cup 2021-টি২০ বিশ্বকাপে সেরা ৫ রান স্কোরার ও উইকেট শিকারী কারা, দেখে নিন এক নজরে

শুরু হয়ে গিয়েছে আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২১ (ICC T20 World Cup 2021) । চলছে গ্রুপ পর্ব অর্থাৎ সুপার ১২-এ (Super 12) যোগ্যতা অর্জন পর্বের খেলা। ২৩ তারিখ থেকে শুরু মূল পর্বের খেলা। এর আগে ৬টি টি২০ বিশ্বকাপ আয়োজিত হয়েছে। যেখানে তৈরি হয়েছে একাধিক রেকর্ড। সপ্তম টি২০ বিশ্বকাপ শুরুর আগে এক ঝলকে দেখে নিন প্রতিযোগিতার ইতিহাসে সেরা ৫ রান স্কোরার ও উইকেট শিকারীদের তালিকা।
 

Sudip Paul | Published : Oct 19, 2021 8:30 AM IST

110
ICC T20 World Cup 2021-টি২০ বিশ্বকাপে সেরা ৫ রান স্কোরার ও উইকেট শিকারী কারা, দেখে নিন এক নজরে

মাহেলা জয়বর্ধনে-
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যান হলেন মাহেলা জয়াবর্ধনে। এই কিংবদন্তি খেলোয়াড় ৩১ ম্যাচে ৩৯.০৭ ব্যাটিং গড় নিয়ে ১০১৬ রান করেছেন। একটি শতরান ও ৬টি অর্ধশতরান রান রয়েছে জয়াবর্ধনের ঝুলিতে।

210

ক্রিস গেইল-
টি২০ বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান স্কোরারে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ২৮ ম্যাচে ৪০ গড়ে ইউনিভার্স বসের সংগ্রহ ৯২০ রান। গেইলের ঝুলিতে রয়েছে ২টি শতরান ও ৭টি অর্ধশতরান। এবার বিশ্বকাপে প্রথম স্থানে যাওয়ার সুযোগ রয়েছে গেইলের।
 

310

তিলকরত্নে দিলশান-
এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার অপর তারকা তিলকরত্নে দিলশান। ৩৫টি টি২০ বিশ্বকাপের ম্যাচে ৩১ গড়ে দিলশানের সংগ্রহ ৮৯৭ রান। ৬টি অর্ধশকরান রয়েছে শ্রীলঙ্কার প্রাক্তন তারকার ঝুলিতে। স

410

বিরাট কোহলি-
টি২০ বিশ্বকাপে সর্বোচ্চ স্কোরারের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ১৬টি ম্যাচে ৮৬ গড়ে বিরাট কোহলির সংগ্রহ ৭৭৭ রান। ভারত অধিনায়কের ঝুলিতে ৯টি অর্ধশতরান রয়েছে। এখনও একাধিক বিশ্বকাপ খেলার সুযোগ রয়েছে কোহলির। ফলে শীর্ষে যাওয়ার সুযোগ রয়েছে তারও।

510

এবি ডিভিলিয়ার্স-
তালিকায় পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকার তারকা ব্য়াটসম্যান এবি ডিভিলিয়ার্স। টি২০ বিশ্বকাপে ৩০ গড়ে এবিডির সংগ্রহ ৭১৭ রান। মিস্টার ৩৬০ ডিগ্রির ঝুলিতে রয়েছে ৫টি অর্ধশতরান।

610

শাহিদ আফ্রিদি-
এবার দেখে নেওয়া যাক টি২০ বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকা। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ও  অলরাউন্ডার শাহিদ আফ্রিদি টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী। পরিসংখ্যানের কথা বললে, ৩৪ ম্যাচে তিনি ২৩.২৫ গড় নিয়ে ৩৯টি উইকেট নিয়েছেন। ১১ রানে ৪ উইকেট বেস্ট বোলিং ফিগার।
 

710

লাসিথ মালিঙ্গা-
টি২০ বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার ও বিশ্ব ক্রিকেটের অন্যতম কিংবদন্তী লাসিথ মালিঙ্গা। ৩১ ম্যাচে ২০.০৭ গড়ে মালিঙ্গার সংগ্রহ ৩৮টি উইকেট। ৩১ রানে ৫ উইকেট বেস্ট বোলিং ফিগার মালিঙ্গার।

810

সৈদয় আজমল-
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আরও এক পাকিস্তানের ক্রিকেটার।  বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা স্পিনার সৈয়দ আজমল। ২৩ ম্য়াচে ১৬.৮৬ গড়ে আজমলের সংগ্রহ ৩৬টি উইকেট। ১৯ রানে ৪ উইকেট বেস্ট বোলিং ফিগার সৈয়দ আজমলের। 

910

অজন্তা মেন্ডিস-
টি২০ বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় চতুর্থ স্থানে রয়েছে আরও এক শ্রীলঙ্কান ন ক্রিকেটার অজন্তা মেন্ডিস। ২১ ম্য়াচে ১৫.০২ গড়ে মেন্ডিস শিকার করেছেন ৩৫টি উইকেট। ৮ রানে ৬ উইকেট বেস্ট বোলিং ফিগার মেন্ডিসের।

1010

উমর গুল-
টি২০ বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ শিকারীর তালিকায় প্রথম পাঁচে ৩ জন পাকিস্তানের। পঞ্চম স্থানে রয়েছেন উমর গুল। ২৪ ম্য়াচে ১৭.২৫ গড়ে গুলের সংগ্রহ ৩৫টি উইকেট। ৬ রানে ৫ উইকেট বেস্ট বোলিং ফিগার পাক পেসারের।

Share this Photo Gallery
click me!
Recommended Photos