করোনা অতিমারীর কারণে ভারতের মাটিতে মাঝ পথেই আইপিএল বন্ধ করতে বাধ্য হয়ছিল বিসিসিআই। ১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরশাহীতে শুরু হতে চলেছে আইপিএল ২০২১-এর বাকি পর্ব। তবে তার আগেই আইপিএল ২০২২ ও তার পরবর্তী মরসুমগুলির জন্য পরিকল্পনা শুরু করে দিয়েছে বিসিসিআই। দল সংখ্যা বৃদ্ধি, প্রতি দলের বেতন পরিমাণ সহ আইপিএলের আগামি মরসুমগুলির জন্য একাধিক নিয়মে পরিবর্তন আনতে চলেছে বিসিসিআই। এক ঝলকে জেনে নিন কী কী পরিবর্তন আসতে পারে ২০২২ আইপিএল থেকে।