মরুদেশে আইপিএলে খেলবেন না ৬ তারকা ক্রিকেটার, হতাশ ক্রিকেট প্রেমিরা

১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরাশাহিতে শুরু হতে চলেছে আইপিএল ২০২১-এর দ্বিতীয় পর্ব। ইতিমধ্যেই মরুদেশে পৌছে গিয়েছে একাধিক দল ও  কিছু দলেরল ক্রিকেটাররা। কিন্তু আইপিএলের বাকি অংশ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে একাধিক তারকা ক্রিকেটার। যাদের না দেখতে পাওয়া যাওয়ায় হতাশ ক্রিকেট প্রেমিরা।

Sudip Paul | Published : Aug 26, 2021 5:06 PM IST

112
মরুদেশে আইপিএলে খেলবেন না ৬ তারকা ক্রিকেটার, হতাশ ক্রিকেট প্রেমিরা

রাজস্থান রয়্যালস দলের উইকেটরক্ষক ও ওপেনার ব্যাটসম্যান ইংল্যান্ড তারকা জস বাটলার আইপিএলের চলতি মরসুম থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। ফ্র্যাঞ্চাইজি জানিয়েছে যে তিনি ১৪ তম আসরের দ্বিতীয় লেগে খেলবেন না। 
 

212

বাটলারের স্ত্রী তাদের দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছে এবং এই সময়ে বাটলার তার স্ত্রীর সাথে থাকতে চায়। তাই সে আইপিএলে অংশ নেবেন না। যদিও তিনি বলেছিলেন যে তিনি এই মরসুমকে অনেক মিস করবেন।

312

সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হতে চলা আইপিএল ২০২১-এর বাকি পর্বে খেলবেন না রাজস্থান রয়্যালসের তারকা পেসার জোফ্রা আর্চার। যা বড় ধাক্কা হতে চলেছে সঞ্জু স্যামসনের দলের কাছে।

412

চোটের কারণেই আইপিএলে খেলতে পারবেন না ইংল্যান্ডের তারকা। কনুইয়ের চোটে ভুগছেন জোফ্রা। সেই কারণই ভারতের বিরুদ্ধে চলতি ৫ ম্যাচের টেস্ট সিরিজেও খেলতে পারেননি ব্রিটিশ পেসার।

512

রাজস্থান রয়্যালসের তারকা ক্রিকেটার এবং বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার বেন স্টোকসও আইপিএল ২০২১-এর বাকি পর্বে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। দলের তিন জন তারকা প্লেয়ারকে না পাওয়ায় সবথেকে বেশি সমস্যার সম্মুখীন হতে হবে রয়্যালসকে।
 

612

মানসিক স্বাস্থ্যের কারণে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিয়েছেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার। বর্তমানে, তিনি তার জাতীয় দলের বাইরেও আছেন। ভারত বনাম ইংল্যান্ডের সিরিজ থেকেও নিজেকে দূরে রেখেচেন। 

712

মরুদেশে আইপিএল ২০২১-এর দ্বিতীয় পর্বে না খেলার সিদ্ধান্ত কলকাতা নাইট রাইডার্সের তারকা পেসার প্যাট কামিন্স। যা কেকেআরের কাছে বড় ধাক্কা। এমনতিই প্রতিযোগিতায় ৭ ম্য়াচে ২টি জিতে লিগ টেবিলের ৭ নম্বরে রয়েছে নাইটরা।
 

812

ব্যক্তিগত কারণেই আইপিএল থেকে সকে দাঁড়িয়েছেন অজি তারকা পেসার। সেই কথায় কেকেআর কর্তৃপক্ষকে জানিয়েছেন প্যাট কামিন্স। ২০২১ মরসুমে ৭ ম্যাচ ৯ উইকেট নিয়েছেন কামিন্স।
 

912

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্রিকেটার অ্যাডাম জাম্পাও এই মরসুমে আর আইপিএলে খেলবেন না। তার পরিবর্তে ইতিমধ্যেই নতন ক্রিকেটার দলে নিয়ে নিয়েছে বিরাট কোহলির দল। 
 

1012

অস্ট্রেলিয়ান টি -টোয়েন্টি বিশ্বকাপের দলে নাম থাকার কারণেই আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা লেগ স্পিনার। দেশের ক্রিকেটকে বেশি গুরুত্ব দেওয়ায় জাম্পার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আরসিবি কর্তৃপক্ষ।

1112

দিল্লি ক্যাপিটালস দলের খেলোয়াড় ড্যানিয়েল সামসও ব্যক্তিগত কারণে আইপিএল থেকে তার নাম প্রত্যাহার করে নিয়েছেন। ফ্র্যাঞ্চাইজি শ্রীলঙ্কার দুশমন্ত চামিরাকে তাদের দলে অন্তর্ভুক্ত করেছে।
 

1212

২০২১ আইপিএল করোনার কারণে মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় হতাশ হয়েছিলেন ক্রিকেট প্রেমিরা। কিন্তু মরুদেশে ফের শুরুর খবরে আনন্দিত সকলেই। কিন্তু বিশ্বমানের একাধিক তারকা প্লেয়ার না খেলায় কিছুটা হলেও তাল কাটবে সেই আনন্দে।

Share this Photo Gallery
click me!
Recommended Photos