১) সচিন তেন্ডুলকর-
প্রায় আড়াই দশকের আন্তর্জাতির কেরিয়াকে অসংখ্য রেকর্ড গড়েছেন ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটেক কিংবদন্তী সচিন তেন্ডুলকর। সর্বোচ্চ ম্যাচ, রান, সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেছেন। নিজের কেরিয়ারে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে ৬৬৪ ম্যাচে ১০০টি সেঞ্চুরির সাহায্যে ৩৪,৩৫৭ রান করেছেন এবং ২৫৬টি ক্যাচ ও ২০১টি উইকেট নিয়েছেন।