ভারত অধিনায়ক বর্তমানে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত রয়েছেন। সঙ্গে রয়েছেন স্ত্রী অনুষ্কা শর্মা ও মেয়ে ভামিকা। বিরাট পত্নী ও বলি সুপার স্টার অনুষ্কার রূপের প্রশংসা করেন সকলেই। বে অনেকেই হয়ত জানেন না ‘কোহলি’ পরিবারে অনুষ্কার মতোই আরও একজন সুন্দরী মহিলা রয়েছেন। যিনি রূপে বলে বলে ১০ গোল দিতে পারেন তিনি।