ধোনি নয়, অধিনায়ক হিসেবে সিএসকের পছন্দ ছিল অন্য কেউ, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ট্রফির বিচারে রোহিত শর্মা এগিয়ে থাকলেও, মোট জয় সহ সার্বিক পরিসংখ্যানে আইপিএলের সেরা অধিনায়কের নামও এমএসডি। ২০০৮ সাল থেকেই চেন্নাই সুপার কিংস দলের দায়িত্বে রয়েছেন ধোনি। এবার তিনিই অধিনায়ক। কিন্তু আইপিএল ২০২০ শুরু হওয়ার আগে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। অধিবনায়ক হিসেবে ধোনি প্রথম পছন্দ ছিল না সিএসকে কর্তৃপক্ষের। জানিয়েছেন প্রাক্তন সিএসকে তারকাই। যেই তথ্য সামনে আসার পর থেকেই জোর জল্পনা শুরু হয়েছে নেট দুনিয়ায়।
 

Sudip Paul | Published : Sep 12, 2020 2:06 PM IST
17
ধোনি নয়, অধিনায়ক হিসেবে সিএসকের পছন্দ ছিল অন্য কেউ, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

আইপিএলের অন্যতম সফল দল চেন্নাইব সুপার কিংস। সেই সাফল্যের কান্ডারির নাম যে মহেন্দ্র সিং ধোনি, তা নিয়ে কারও কোনও সন্দেহ নেই। দলকে তিনবার চ্যাম্পিয় করার পাশাপাশি একাধিক বার ফাইনালে তুলেছেন ধোনি। আইপিএলের ইতিহাসে সিএসকেই একমাত্র দল যারা প্রতিবার আইপিএল খেলেছে।

27

এবার আইপিএলেও দলকে নেতৃত্ব দিতে ও সাফল্য এনে দিতে প্রস্তুত হচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু আইপিএলের ১৩ তম মরসুম শুরু হওয়ার আগেই সামনে এল চাঞ্চল্যকর তথ্য। অধিনায়ক হিসেবে নাকি চেন্নাইয়ের প্রথম পছন্দ ছিল না মহেন্দ্র সিং ধোনি। 
 

37

কিছুদিন আগেই সিএসকে মালিক এন শ্রীনিবাসন জানিয়েছেন, কীভাবে ২০০৮-এর আইপিএল নিলামের আগে অঙ্ক কষে ধোনিকে জালে তুলেছিল ফ্র্যাঞ্চাইজি। মাহিও দক্ষিণী শহরকেই নিজের সেকেন্ড হোম হিসেবে মানেন। অথচ ভাবতে অবাক লাগে এই ধোনিকেই নাকি প্রথম মরশুমে অধিনায়ক হিসেবে চায়নি চেন্নাই। ফ্র্যাঞ্চাইজির পছন্দ ছিল অন্য কাওকে। এই তথ্য সামনে এনেছেন সিএসকের প্রাক্তন প্লেয়ার বদ্রীনাথ।
 

47

নিজের ইউটিউব চ্যানেলে বদ্রিনাথ বলেন, ‘আইপিএল শুরু হয় ২০০৮-এ। যদি জানতে চাওয়া হয় চেন্নাইয়ের প্রথম পছন্দ কে ছিল, তবে উত্তর হল বীরেন্দ্র সেহওয়াগ। ম্যানেজমেন্ট সেহওয়াগকে দলে নেওয়ার বিষয়ে নিশ্চিতও ছিল।'
 

57

বদ্রীনাথ আরও জানান, সেওয়াগ চেন্নাইয়ের হয়ে খেলতে চাননি। দিল্লি তার ঘরের মাঠ ও দিল্লি থেকে তার উত্থান হওয়ার কারণেই সেওয়াগ দিল্লিকেই বেছে নেন খেলার জন্য। তারপরই টি২০ বিশ্বকাপ জয়ী অধিনায়ককে দলে নেয় সিএসকে।
 

67


যদিও দিল্লির হয়ে বেশি দিন খেলতে পারেননি বীরেন্দ্র সেওয়াগ। সাফল্য না দিতে পারায় তাকে দিল্লি ছেড়ে যোগ দিতে হয় অন্য দলে। শেষে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলে আইপিএলকে বিদায় জানান সেওয়াগ।
 

77

অপরদিকে চেন্নাই হয়ে বিগত বছরগুলিতে যা করেছেন ধোনি তা ইতিহাস। তবে বদ্রীনাথের এই তথ্য আইপিএল ২০২০ শুরুর আগে সত্যিই সকলকে অবাক করেছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos