মহম্মদ আজাহরউদ্দিন-
ভারতের সেরা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম মহম্মদ আজহারউদ্দিন। কিন্তু গড়াপেটা কাণ্ডে নাম জড়ানোর তার ক্রিকেট কেরিয়ার শেষ হয়ে যায়। তার ক্রিকেট কেরিয়ারের মতনই ব্যক্তিগত জীবনও চড়াই-উৎরাইতে ভরা। তিনি দুটি বিবাহ করেন আর দুবারই বিচ্ছেদ করেন। আজহার ১৯৮৭তে নৌরিনকে বিয়ে করেছেন, তার দুটি ছেলেও হয়। ১৯৯৬তে তিনি ডিভোর্স নেন আর অভিনেত্রী সঙ্গীতা বিজলানিকে বিয়ে করেন, যার সঙ্গে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। ব্যাডমিন্টন খেলোয়াড় জোয়ালা গাট্টার সঙ্গে আজহারের কথিতভাবে সম্পর্ক থাকার কারণে ২০১০এ সঙ্গীতা বিজলানির সঙ্গেও তার কথিতভাবে বিচ্ছেদ হয়ে যায়। এসবের বাইরেও আজহারের নাম শ্যানন ম্যারির সোংগে যোগ হয় যিনি একজন আমেরিকান ছিলেন।