বিয়ের কয়েক মাসের মধ্যেই দ্বিতীয় হানিমুন, দেখুন চাহল-ধনশ্রীর ঘনিষ্ঠ-রোমান্টিক মুহূর্তের ছবি

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় যে জুটিরা সবথেকে বেশি চর্চায় থাকে তাদের মধ্যে অন্যতম যুজবেন্দ্র চাহল ও ধনশ্রী ভার্মা। প্রেম পর্ব থেকে বিয়ে, এমনকী বিয়ের পর হানিমুনে তাদের একাধিক ছবি নেট দুনিয়ায় ঝড় তুলেছে। এবার বিয়ের কয়েক মাসের মধ্যে দ্বিতীয় হানিমুনে বেরিয়ে পড়েছেন এই তারকা জুটি। মালদ্বীপে চাহল-ধনশ্রীর রোমান্টিক ছবি মুহূর্তে ভাইরাল নেট দুনিয়ায়।
 

Sudip Paul | Published : Mar 5, 2021 1:36 PM
112
বিয়ের কয়েক মাসের মধ্যেই দ্বিতীয় হানিমুন, দেখুন চাহল-ধনশ্রীর ঘনিষ্ঠ-রোমান্টিক মুহূর্তের ছবি

গত বছর ৮ অগস্ট এনগেজমেন্ট সারার  ২২ ডিসেম্বর গুরগাঁওতে সাত পাকে বাঁধা পড়েছে যুজবেন্দ্র চাহল ও ধনশ্রী ভার্মা।
 

212

বিয়ের কয়েক দিন পরই হানিমুনের জন্য দুবাই পাড়ি দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার ও ইউটিউবার জুটি।
 

312

দুবাইতে গিয়ে নিজেদের একাধিক সুন্দর মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন চাহল ও ধনশ্রী।
 

412

এবার বিয়ের কয়েক মাসের মধ্যে দ্বিতীয় হানিমুনে বেরিয়ে পড়েছে এই তারকা জুটি। এবার তাদেপ ডেস্টিনেশন মলদ্বীপ।
 

512

মলদ্বীপের  সমুদ্রতটে একান্তে সময় কাটাতে দেখা গেল চাহল ও ধনশ্রীকে। চুটিয়ে উপভোগ করছেন তাদের কোয়ালিটি টাইম।
 

612

মলদ্বীপের সমুদ্র সৈকতে ঘনিষ্ঠ  মুহূর্তেও দেখা গিয়েছে যুজবেন্দ্র চাহল ও ধনশ্রী ভার্মাকে। যেই ছবি মুহূর্তে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
 

712

শুধু ঘনিষ্ঠ মুহূর্ত নয়, নতুন দম্পতিকে একে অপরের সঙ্গে মজা করতে দেখা গিয়েছে। যা পছন্দ করেছে নেটিজেনরা।
 

812

ছবি শেয়ার করেন ধনশ্রী ভার্মা সুন্দর একটি ক্যাপশনও দিয়েছেন। লিখেছেন, 'স্বর্গ আমাদের পায়ের নীচে পাশাপাশি আমাদের মাথার উপরে'।
 

912
মলদ্বীপের নিজের একটি ভিডিও শেয়ার করছেন ধনশ্রী ভার্মা। যেখানে ছোট পোষাকে খুবই আকর্ষণীয় দেখাচ্ছে চাহল পত্নীকে।
1012

সমুদ্র সৌকতে বোটের উপর একান্তে সময় কাটাচ্ছেন ধমশ্রী। সেই ছবি শেয়ার করার পরই তা খুবই পছন্দ করেছেন তান ভক্তরা।
 

1112

মলদ্বীপের গিয়ে স্কুবা ড্রাইভিং করেছেন ধনশ্রী ভার্মা। যেই ছবিতে একে অপরকে লাভ সাইন দেখিয়েছেন চাহল ও ধনশ্রী।
 

1212
মলদ্বীপে তাদের একাধিক ছবি থেকেই প্রমাণ তাদের দ্বিতীয় হানিমুন চুটিয়ে উপভোগ করছেন চাহল ও ধনশ্রী।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos