সোশ্যাল মিডিয়ায় (Social Media) বরাবরই খুব সক্রিয় ভারতীয় ক্রিকেটার (Indian Cricketer) যুজবেন্দ্র চাহলের (Yuzvendra Chahal) স্ত্রী ধনশ্রী ভার্মা (Dhanshree Verma)। ফের তার দুটি ছবি ভাইরাল (Viral) হল নেট দুনিয়ায়। যেখানে খোলা পরিবেশে বাথটাবে (Bathtub) শুয়ে ছবির পোজ দিচ্ছেন ধনশ্রী। চলুন দেখা যাক সেই ছবিগুলি।
ভারতীয় দলের তারকা জুটির মধ্যে অন্যতম যুজবেন্দ্র চাহল ও ধনশ্রী ভার্মা। ব্যক্তিগত জীবনে সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় ভারতীয় ক্রিকেটার ও তার চিকিৎসক-ডান্সার-ইউটিউবার স্ত্রী। সবসময়তেই চর্চায় থাকেন চাহল ও ধনশ্রী জুটি।
210
সোশ্যাল মিডিয়ায় সক্রিয়তা বেশি থাকার কারণে ঘনঘন নিজেদের নানা মুহূর্তের ছবি শেয়ার করেন থাকেন যুজবেন্দ্র চাহল ও ধনশ্রী। খুনশুটি থেকে রোমান্টিক মুহূর্তে তাদের ব্যক্তিগত জীবনের রসায়ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উপভোগ করেন ফ্য়ান-ফলোয়ার্সরা।
310
জুটি ছাড়াও ধনশ্রী ভার্মা নিজে একজন খ্য়াতনামা ইউটিউবার হওয়ায় তার নানা ছবি ও নাচের ভিডিও ঘন ঘন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন। যা মুহূর্তে ভািরাল হয় নেট দুনিয়ায়। ইনস্টাগ্রামে ধনশ্রীর ফলোয়ার্স সংখ্যায় প্রায় সাড়ে চার মিলিয়ন।
410
সম্প্রতি ঘুরত গিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার ও ধনশ্রী ভার্মা। সেখানে ধনশ্রী নিজের কয়েকটি ছবি শেয়ার করেছেন যা রীতিমত ঝড় তুলেছিল নেট দুনিয়ায়। সকলেই পছন্দ করেছেন সেই ছবি দুটি। বয়ে গিয়েছে লাইক ও কমেন্টের বন্যা।
510
ধনশ্রী ভার্মা যে ছবি দুটি শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে খোলা আকাশের নীচে প্রকৃতির মাঝে বাথটাবে শুয়ে রয়েছেন রয়েছেন তিনি। যেই ছবিতে ধনশ্রীকে খুব সুন্দ এবং হট অ্য়ান্ড সেক্সি দেখাচ্ছে। যা সকলেরই মনে ধরেছে।
610
এই ছবি দুটি শেয়ার করে ভারতীয় তারকা লেগ স্পিনার যুজবেন্দ্র চাহলের বউ ধনশ্রী ভার্মা একটি ক্যাপশনও দিয়েছেন। ক্যাপশনে ধনশ্রী ভার্মা লিখেছেন,'প্রকৃতি ডেকেছে, সে তার শান্তি ফিরে চায়'। প্রকৃতির কাছে আসতেই যে এই ভ্রমণ তা বুঝিয়েছেন ধনশ্রী।
710
ছবিতে ধনশ্রী ভার্মাকে সাদা রঙের টপ এবং জিন্স পরে দেখা গিয়েছে। সঙ্গে বড় চশমা, খোলা চুল ও কানে দুলে চাহল পত্নীকে খুবই স্টাইলিস্ট দেখাচ্ছিল। অপরএকটি ছবিতে মাথায় হাত দিয়ে প্রকৃতির দিকে তাকিয়ে রূপ উপভোগ করছেন ধনশ্রী।
810
ধনশ্রী ভার্মার এই বিউটিফুল, স্টাইলিস্ট, হট অবতার দেখে পছন্দ না করে কী ভাবে থাকবেন যুদবেন্দ্র চাহল। তিনিও ধনশ্রী ভার্মার ভাইরাল হওয়া এই ছবিতে লাইক দিতে ভোলেননি। ছবিটি এখনও অনেকেই খুব পছন্দ করছেন।
910
তবে ক্রিকেট মাঠে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না যুজবেন্দ্র চাহলের। আইপিএল ও শ্রীলঙ্কা সফরে ভালো পারফর্ম করেও সুযোগ মেলেনি টি২০ বিশ্বকাপ দলে। ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে দলে ফিরেছেন তিনি। কিন্তু তার আইপিএল দল আরসিবি তাকে রিটেন করেনি। তবে এই সবকিছুকেই একজন ক্রিকারের জীবনের অংশ বলে মনে করেন তিনি।
1010
তবে এই মুহূর্তে চাহাল সব ভুলে শুধু বিজয় হাজারে ট্রফিকে পাখির চোখ করেছেন। তিনি বলেছেন, ‘আমি বিজয় হাজারে ট্রফিতে ভালো ফল করতে এবং হরিয়ানাকে শিরোপা জেতাতে চাই। আমি নেটে ভালো বোলিং করছি এবং নিজের বোলিং উপভোগও করছি। পরিশ্রমের কোন বিকল্প নেই। এক বছর পর এ বার আবার রঞ্জি ট্রফিও হতে চলেছে। আমি ঘরোয়া ক্রিকেটে খেলে নিজেকে তৈরি রাখতে চাই।’