Published : Dec 05, 2021, 07:49 PM ISTUpdated : Dec 05, 2021, 07:53 PM IST
ইংল্যান্ড সফরে (England Tour) একটি টেস্টেও দলে জায়গা না পাওয়ায় উঠেছিল প্রশ্ন। দেশের মাটিতে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে টেস্ট দলে ফিরতেই ফের স্বমহিমায় রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। বল হাতে কিউইদের শুধু উইকেট নেওয়াই নয়, গড়ে ফেলছেন একের পর এক রেকর্ড। একইসঙ্গে মাঠে 'বাহুবলী' (Bahubali)-র প্রভাসকেও মনে করালেন অশ্বিন।
ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে ও টার্নিংউইকেটে তিনি যে কতটা ভয়ঙ্কর তা ফের বুঝিয়ে দিলেন রবিচন্দ্রন অশ্বিন।নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানপুর টেস্ট দুই ইনিংস মিলিয়ে উইকেট নিয়ে গড়েছিলেন একাধিক রেকর্ড। দ্বিতীয় ম্যাচে মুম্বই টেস্টে ইতিমধ্যেই ৭ ইউইকে নিয়ে ফেলেছেন তিনি। একইসঙ্গে নাম তুলছেন রেকর্ড বুকেও।
210
কানপুর টেস্টে হরভজন সিংয়ের ৪১৭ উইকেট টপকে গিয়ে ভারতের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। এবার মুম্বইতেও দুরন্ত বোলিং করে শুধু হরভজন সিং নয়, অনিল কুম্বলের রেকর্ডও ভেঙে দিলেন অশ্বিন।
310
মুম্বই টেস্টে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নেওয়ার পর রবিচন্দ্রন অশ্বিন প্রথম ভারতীয় বোলার হিসেবে এক ক্যালেন্ডার বছরে ৪ বার ৫০ বা তার বেশি উইকেট শিকারী বোলার হয়ে গেলেন। এর আগে তিন বার করে এই কৃতিত্ব ছিলে অনিল কুম্বলে ও হরভজন সিংয়ের।
410
প্রাক্তন ভারত অধিনায়ক অনিল কুম্বলে ১৯৯৯, ২০০৪, ২০০৬ ক্যালেন্ডার ইয়ারে ৫০ বা তার বেশি উইকেট নিয়েছিলেন। হরভজন সিং নিয়ছিলেন ২০০১, ২০০২, ২০০৮ সালে। অশ্বিন দুজনকে ছাপিয়ে গিয়ে ২০১৫, ২০১৬, ২০১৭, ২০২১ সালে নিলেন ৫০ বা তার বেশি উইকেট।
510
প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পরে দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত ৩ উইকেট। একের পর এক রেকর্ড করে চলেছেন রবিচন্দ্রন অশ্বিন। রবিবার তিনি ছুঁলেন রিচার্ড হেডলিকে। একই সঙ্গে টপকে গেলেন শাহিন শাহ আফ্রিদিকে।
610
এই বছর টেস্টে ৫০টি উইকেট হল অশ্বিনের। ২০২১ সালে এত উইকেট আর কোনও বোলার পাননি। অশ্বিন টপকে গেলেন পাকিস্তানের আফ্রিদিকে। তাঁর এখনও পর্যন্ত ৪৪টি উইকেট। পাকিস্তান দলে আফ্রিদির সতীর্থ হাসান আলির এই বছর ৩৯টি উইকেট। তিনি অশ্বিন, আফ্রিদির পরে তৃতীয় স্থানে রয়েছেন।
710
ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে যত টেস্ট ম্যাচ হয়েছে, তাতে মোট উইকেটে শীর্ষে চলে গেলেন অশ্বিন। টপকে গেলেন হেডলিকে। এ ক্ষেত্রে অশ্বিনের মোট উইকেট হল ৬৫। মোট ১৭টি ইনিংসে এই কীর্তি গড়লেন অশ্বিন। ভারতের বিরুদ্ধে হেডলির ৬৫ উইকেট হয়েছিল ২৪ ইনিংসে।
810
রেকর্ড গড়ার পাশাপাশি মাঠে খুনসুটি করতেও দেখা গেল রবিচন্দ্রন অশ্বিনকে। তৃতীয় দিনের খেলা চলাকালীন হঠাৎ মাঠের মধ্যে নেমে এল স্পাইডার ক্যামেরা। সেটি বিকল হয়ে যায়। ভারতীয় অন্যান্যা ক্রিকেটাররা এসে ক্যামেরার সামনে দাঁড়িয়ে মজা করলেও, অশ্বিন সেটিকে মজা ছ কাধে তুলতে যান।
910
অশ্বিনের এই পোজ নেট দুনিয়ায় মুহূর্তের ভাইরাল হয়ে যায়। অনেকেই তুলনা করেন 'বাহুবলী' সিনেমার হিরো প্রভাসের শিব লিঙ্গ কাঁধে তোলার সিনের সঙ্গে। নেট দুনিয়ায় ছড়িয়েও পড়ে সেই ছবি। যা সকলেই খুব পছন্দ করেন।
1010
শুধ একমাত্র রবিচন্দ্রন অশ্বিনই নয়, স্পাইডার ক্যামেরার সামনে খুনশুটি করতে দেখা যায় বিরাট কোহলি, সূর্যকুমার যাদবদের। যেই ছবি ও ভিডিও শেয়ার করে বিসিসিআইয়ের তরফে লেখা হয়,‘মাঠের মধ্যে কিছু হালকা মুহূর্তের জন্য সময় থাকে।’