সারা বছরের অপেক্ষার শেষে দুর্গা ষষ্ঠী চলেই এলো। মন্ডপে মন্ডপে মায়ের আরাধনা শুরু হয়ে গিয়েছে, ঢাকের আওয়াজের সঙ্গে টেক্কা দিয়ে চলছে মাইকের আওয়াজ। থিম প্যান্ডেল গুলিতে উপচে পড়া ভিড়। বাঙালির বারো মাসে তেরো পার্বণের উৎসব গুলিকে নাটকীয় আকারে দর্শকদের কাছে তুলে ধরতে বাংলা টিভি চ্যানেলগুলির জুরি মেলা ভার। টিভি খুললে শুধু সংবাদ চ্যানেলেই নয় অন্যান্য টিভি সিরিয়ালের চ্যানেলগুলিতে ইতিমধ্যেই দুর্গা পূজার ছোঁয়া লেগে গিয়েছে। জি বাংলা, স্টার জলসা, কালার্স বাংলা এর চ্যানেলগুলিতে দেখানো হচ্ছে মায়ের আরাধনা।