Lata Mangeshkar: সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের গাওয়া সেরা গানগুলোর মধ্যে থেকে রইল ১০টি, দেখে নিন এক নজরে

রবিবার দুপুর থেকে সকলের কপালে চিন্তার ভাঁজ। টানা ২৭ দিন ধরে চলছে লড়াই। শারীরিক অবস্থা কখনও স্থিতিশীল হচ্ছে, তো কখনও অসুস্থতার খবর মিলছে। বর্তমানে আইসিইউ-তে (ICU) চিকিৎসা চলছে লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar)। কদিন আগেই মিলেছে করোনা নেগেটিভ হওয়ার খবর। কিন্তু, নিউমোনিয়ার জন্য বাড়ছে জটিলতা। তার আরোগ্য কামনার জন্য প্রার্থনা করে চলেছেন তাঁর পরিবারের সদস্য থেকে ভক্তরা সকলে। আর হবে নাই-বা কেন, দশের পর দশক ধরে তাঁর কন্ঠের সুরেলা ছোঁয়া মন জয় করেছে সকলে। তিনি পেয়েছেন সুর সম্রাজ্ঞীর খেতাব। তাঁর গাওয়া শয় শয় হিট গানের মধ্যে রইল সেরা ১০টির কথা। 

Sayanita Chakraborty | Published : Feb 5, 2022 1:13 PM IST / Updated: Feb 05 2022, 06:56 PM IST
110
Lata Mangeshkar: সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের গাওয়া সেরা গানগুলোর মধ্যে থেকে রইল ১০টি, দেখে নিন এক নজরে

লতা মঙ্গেশকরের গাওয়া ‘জাগো মোহন প্যায়ারে’ গানটি বেশ খ্যাত। তিনি রাজ কাপুরের ছবির জন্য এই গানটি গেয়েছিলেন। ছবির নাম জাগতে রহো। লতা মঙ্গেশকরের গাওয়া হিট গানগুলোর আলোচনা করতে গেলে এই গানটি আসে সবার আগে। ‘জাগো মোহন প্যায়ারে’ গানটির মিউজিক ডিরেক্টর শলিল চৌধুরী। 

210

লতাজির গাওয়ার সেরা গানগুলোর মধ্যে আরও একটি হল ‘আজা পিয়া তোহে প্যায়ার দুন’ গানটি। একবার এই গান প্রসঙ্গে আশা পারেখ বলেছিলেন, ‘এটি আমার সবচেয়ে প্রিয় গানগুলোর মধ্যে একটি।’ গানের সুর দিয়েছিলেন আর ডি বর্মন। ‘আজা পিয়া তোহে প্যায়ার দুন’ গানটি সে সময় এতটাই সফল হয়েছিল যে তা বলার অপেক্ষা রাখে না। 

310

লতাজির গলায় ‘লগ জা গলে সে’ গানটি শোনেনি এমন ব্যক্তি খুঁজে পাওয়া দায়। লতাজির অন্যতম জনপ্রিয় গান এটি। এই গান প্রসঙ্গ লতাজি একবার নিজে বলেছিলেন, তাঁর হতাশার দিনে মন ভালো করে তোলে এই গান। ‘ওহকৌন থি’ ছবির জন্য তিনি এই গানটি রেকর্ড করেছিলেন। 

410

‘জিস পথ পে চলা উস পথ পে মুঝে আঁচল তো বিছা দে’ ‘ইয়াদগার’ ছবির এই গান বেশ সাফল্য অর্জন করেছিল। ১৯৭০ সালে মুক্তি পায় ‘ইয়াদগার’ সিনেমাটি। এস আর শর্মা পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছিলেন মনোজ কুমার, প্রেম চোপড়ার অভিনেতারা। সে সময় লতাজির কন্ঠে ‘জিস পথ পে চলা উস পথ পে মুঝে আঁচল তো বিছা দে’ গানটি মন ছুঁয়ে গিয়েছিল সকলের। 

510

লতাজির গাওয়া আরও একটি হিট গান হল ‘ছোট সে সারি দুনিয়া কিসিকে লিয়ে ইয়ে মুনাসিব না আদমি কে লিয়ে’। ‘সরস্বতীচন্দ্র’ ছবির গান এটি। ১৯৬৮ সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি। সে সময় লতাজির কন্ঠে এই গান বেশ সাড়া ফেলেছিল। 

610

লতা মঙ্গেশকের কন্ঠে একটি হিট বাংলা গান হল ‘রঙ্গিলা বাঁশিতে কে ডাকে’। এই গান বাঙালির আবেগের সঙ্গে জড়িত। গানটির মিউজিক ডিরেক্টর ছিলেন ভুপেন হাজারিকা। আর লিরিক্স পুলক বন্দ্যোপাধ্যায়ের। লতাজির সুরেলা গলায় এই গান বাঙালি মনকে সব সময় ব্যাকুল করে তোলে। 

710

লতাজির গাওয়া আরও একটি বাংলা হিট গান হল ‘আকাশ প্রদীপ জ্বলে’। সতিনাথ মুখোপাধ্যায়ের পরিচালনায় এই গানটি গিয়েছিলেন তিনি। গানটি মুক্তি পেয়েছিল বহু দিন আগে। তবে, আজও এই গানের খ্যাতি রয়েছে সর্বত্র। যে কোনও অনুষ্ঠানে বাঙালি কন্ঠে আজও শোনা যায় লতাজির গাওয়া আকাশ প্রদীপ জ্বলে গানটি।

810

‘প্রেম একবারই এসেছিল নিরবে’, গানটি নিশ্চয়ই শুনেছেন। এখনও সেরা বাংলা গানের তালিকায় রয়েছে লতা মঙ্গেশকরের গাওয়া প্রেম একবারই এসেছিল নিরবে গানটি। গানটির মিউজিক ডিরেক্টর ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। আর লিরিক্স গৌরিপ্রসন্ন মজুমদারের। 

910

মহব্বতে ছবির হিট গান ‘হাম কো হামিসে চুরালো’। এই গানটি লতাজির গলায় আরও একটি শ্রেষ্ঠ সঙ্গীত। এই গানে লতা মঙ্গেশকের সঙ্গে গলা মিলিয়েছিলেন উদিত নারায়ন। গানটি ফিল্ম ফেয়ার পুরস্কারের জন্য নমিনেটেড হয়েছিল। 

1010

১৯৯৭ সালে মুক্তি পাওয়া দিল তো পাগল হ্যায় ছবিটি সেরা বলিউড ছবিগুলোর মধ্যে একটি। এই ছবির দিল তো পাগল হ্যায় গানটি মন কেড়েছিল সকলের। লতাজির গাওয়া এই গানটি সেরা গানগুলোর মধ্যে একটি।  

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos