সামান্থার ঘাড়ের কাছেই একটি ট্যাটু রয়েছে যেখানে লেখা ইয়ে মায়া চেসভ। যে তেলেগু ছবির সেটে তাদের দুজনের প্রথম দেখা হয়েছিল। সেই ছবির স্মৃতি নিজের শরীরে নিয়ে ঘুরছেন সামান্থা। দ্বিতীয় ট্যাটু রয়েছেন পাঁজরের হারে। যেখানে লেখা রয়েছে চৈ, অর্থাৎ প্রাক্তনের নামের প্রথম অক্ষর। আরেকটি ট্যাটু আর গভীরে রয়েছে, যা নিয়ে মুখ খোলেন নি সামান্থা।