'বাহুবলী' থেকে 'সাহো' চিনে নিন প্রভাসকে

দক্ষিনী অভিনেতা হলেও প্রভাসের খ্যাতি বলিউডেও সর্বত্র। তেলেগু ছবি দিয়ে কেরিয়ার শুরু করেন তিনি। 'বাহুবলী' সিনেমাটি তাঁকে খ্যাতির শীর্ষে নিয়ে যায়। শীঘ্রই মুক্তি পাবে তাঁর বলিউড  ছবি 'সাহো'। 

debojyoti AN | Published : Aug 22, 2019 3:28 AM IST / Updated: Aug 22 2019, 10:22 AM IST

17
'বাহুবলী' থেকে 'সাহো' চিনে নিন প্রভাসকে
১৯৭৯ সালের ২৩শে অক্টোবর মাদ্রাসে জন্মগ্রহণ করেন প্রভাস। তাঁর পুরো নাম ভেঙ্কট সত্যনারায়ণ প্রভাস রাজু উপ্পলাপতি। তবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি শুধু প্রভাস নামেই পরিচিত।
27
প্রভাসের বাবা উপ্পলাপতি সূর্য নারায়ণ রাজু সিনেমার প্রযোজক ছিলেন। হায়দরাবাদ শ্রী চৈতন্য কলেজ থেকে বি-টেক পাশ করেন প্রভাস।
37
২০০২ সালে তেলেগু ছবি 'ইশ্বর' দিয়ে তিনি সিনেমার কেরিয়ার শুরু করেন। ২০০৩ সালে 'রাঘবেন্দ্র' ছবিটিতে তিনি মূখ্য চরিত্রে অভিনয় করেন।
47
এরপরে প্রভাস অনেক সিনেমাতে অভিনয় করলেও, তিনি খ্যাত হন 'বাহুবলী' সিনেমার দ্বারা। 'বাহুবলী- দি বিগিনিং', এবং'বাহুবলী- দি কনক্লুশন' এই সিনেমা দুটি দিয়েই তিনি খ্যাতির শীর্ষে পৌঁছোন। তাঁর সুদক্ষ অভিনয় সবার নজর কাড়ে।
57
'বাহুবলী'-র জন্য তিনি প্রায় ২৫ কোটি টাকা পারিশ্রমিক নেন। তবে জানা গিয়েছে প্রায় ১০০ কোটি টাকা তিনি 'সাহো'-র জন্য পারিশ্রমিক চেয়েছেন। এখন তিনি অন্যতম হাইয়েস্ট পেড অভিনেতা।
67
প্রভাসের 'বাহুবলী-দি কনক্লুশন' ছবিটি ১০ দিনে ১০০০ কোটি টাকার ব্যবসা করে। যা বক্স অফিসে অভাবনীয় রের্কড।
77
বলিউডে শ্রদ্ধা কাপুরের সঙ্গে তিনি জুটি বেঁধেছেন, আগামী সপ্তাহেই মুক্তি পাবে শ্রদ্ধা-প্রভাস অভিনীত 'সাহো'।
Share this Photo Gallery
click me!
Recommended Photos