ভাইজানের বিশ্বস্ত অনুচরের নাম শেরা। সলমন খানের বর্ডিগার্ড কাম ছায়াসঙ্গীও বলা যেতে পারে। বলিপাড়ায় কান পাতলে শোনা যায় শেরা আর সমলন খান রীতিমত বন্ধু। শোনা যায় সলমন খান তাঁর বর্ডিগার্ডকে বছরে ২ কোটি টাকা বেতন হিসেবে দেন। শেরার একটি ব্যক্তিগত নিরাপত্তা এজেন্সিও রয়েছে। সেখান থেকে বলি স্টাররা অনেকেই বর্ডিগার্ড নেন।