'জান্নাত ২'-এর পর ঈশা গুপ্তা বাদশাহো, টোটাল ধামাল, রাজ ৩, কমান্ডো ২ এবং রুস্তম-এর মতো অনেক বড় বাজেটের বলিউড ছবিতে উপস্থিত হয়েছেন। ঈশা গুপ্তা সম্প্রতি ওটিটি (OTT)-তেও তার দুর্দান্ত অভিনয় দেখিয়েছেন। তাকে শেষ দেখা গিয়েছিল ববি দেওলের হিট ওয়েব সিরিজ 'আশ্রম ৩' তে।