অভিনেতা-অভিনেত্রীরা সত্যি-সত্যি এই ছবিগুলিতে সঙ্গম করেছিলেন, দেখে নিন তালিকাটা

চিত্রনাট্যের স্বার্থে অনেক কিছু করে থাকেন তারকারা। কখনও শরীরের স্থুলতা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা, কখনও আবার দীর্ঘদিন ধরে জীবন-যাপনের পরিবর্তন। গল্পের চরিত্রকে প্রাণ দিতে বিভিন্ন সময় বিভিন্ন তারকাদের নিতে হয়েছিল সাহসী পদক্ষেপ। এমনই এক বিষয় হল যৌন সংগম। বেশ কিছু ছবি এমন রয়েছে, যার চিত্রনাট্যের চাহিদা মেটাতে প্রকৃতই তারকাদের যৌন মিলনে যেতে হয়েছিল শ্যুটিং চলাকালিন। রইল এমনই কিছু ছবির খোঁজ। 

Jayita Chandra | Published : Mar 18, 2020 5:43 PM
110
অভিনেতা-অভিনেত্রীরা সত্যি-সত্যি এই ছবিগুলিতে সঙ্গম করেছিলেন, দেখে নিন তালিকাটা
হলিউড-বলিউড বা টলিউড, এমন বেশ কিছু ছবি রয়েছে যেখানে তারকারা প্রকৃতই যৌন মিলিত হয়েছিলেন। তেমনই কিছু উল্লেখযোগ্য ছবি হদিস।
210
গাণ্ডু দ্য লুজারঃ এই ছবিতে অভিনয় করেছিলেন বাঙালি অভিনেত্রী ঋ। কিউ-এর প্রযোজনায় এই ছবিতে একাধিক দৃশ্যে প্রকৃতই যৌন মিলনে যেতে হয়েছিল তারকাদের।
310
ছত্রাকঃ এই ছবিতে অভিনয় করেছিলেন পাওলি দাম। যেখানে একাধিক দৃশ্যে যৌন মিলনে যেতে হয়েছিল পাওলি দামকে।
410
সর্টবাসঃ আমেরিকার এই ছবিটি মজার প্রেক্ষাপটে তৈরি। সেখানেই তারকাদের একাধিক দৃশ্যে যৌন মিলনে যেতে হয়েছিল।
510
স্কারলেট ডিভাঃ এটা খানিক আত্মজীবনী নির্ভর ছবি। যেখানে পরিচালক অর্গেন্টোজের জীবনী দেখানো হয়েছে।
610
নাইন সংঃ ব্রিটিশের একটি রোম্যান্টিক ছবি এটি। যেখানে অভিনেতা-অভিনেত্রীকে সংগমে লিপ্ত হতে হয়েছিল শ্যুটিং চলাকালিন।
710
মায়া মেমসাহেবঃ বলিউডের এই ছবিটিতে ছিলেন শাহরুখ খান। একটি উপন্যাস থেকে তোলা এই ছবির শ্যুটিং-এ যৌন সম্পর্কে লিপ্ত হতে হয়েছিল তারকাদের।
810
কস্মিক সেক্সঃ অমিতাভ চক্রবর্তী পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকাতে অভিনয় করেছিলেন ঋ। ছবিতে একাধিক দৃশ্যে যৌন সংগম তুলে ধরা হয়েছে।
910
সাইনঃ সাইনা আহুজা অভিনীত এই ছবির বেশ কিছু দৃশ্যে অভিনেত্রীর সঙ্গে যৌন মিলন ঘটেছিল অভিনেতার।
1010
পিঙ্ক ফ্লেমিংগোঃ ১৯৭২ সালে আমেরিকার ব্ল্যাক কমেডির ওপর তৈরি এই ছবি। এই ছবিতেও একাধিক দৃশ্যে যৌনতা তুলে ধরতে বাস্তবেই তা করতে হয়েছিল তারকাদের।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos