কেউ ৮ লাখ, কেউ ১৩ লাখ, হায়েস্ট পেড শিল্পী কারা! গান প্রতি কে কত নেন
swaralipi dasgupta |
Published : Jun 28, 2019, 04:43 PM IST
বলিউডের ছবিতে গান থাকবে না এমন ভাবাই যায় না। এমনকী বেশ কিছু ছবি রয়েছে, যেগুলি বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও গানগুলি মানুষের মনে রয়ে গিয়েছে। তাই এই গানগুলি যাঁরা গান, অর্থাৎ প্লেব্যাক সিঙ্গাররা ও গান প্রতি ভালোই পারিশ্রমিক নেন। জেনে নেওয়া যাক এই মুহূর্তে বি-টাউনের হায়েস্ট পেড গায়ক গায়িকা কারা। কেই বা রয়েছেন শীর্ষে।