ফ্যানদের দোলের শুভেচ্ছা জানিয়েছেন টলিউডের বিখ্যাত সঙ্গীত শিল্মী ইমন চক্রবর্তীও। ফেসবুকে তিনি লেখেন, “ভালোবাসা ও সৌহার্দ্যে এর উৎসব দোল। রঙে রঙে মেতে উঠুন সবাই কিন্তু দয়া করে কেউ অবলা পশু-পাখি দের গায়ে রঙ দেবেন না। সকল কে জানাই দোলযাত্রার শুভেচ্ছা।”