ফাগুনে রেঙে আগুন ঝরাচ্ছেন যে সমস্ত অভিনেত্রীরা, একনজরে টলিউডের দোল উদযাপন

রঙের উৎসবে মেতে উঠেছে গোটা দেশ। মেতে উঠেছে বাংলা। আম-আদমির পাশাপাশি এদিন দোলের আনন্দে মাতোয়ারা হতে দেখা গিয়েছে সেলিব্রিটিদেরও। রঙের ছোঁয়া লেগেছে টলিউডেও। এদিন সকাল থেকে টলিউডের(Tollywood) একাধিক খ্যাতনামা ব্যক্তিক্তকে সোশ্যাল মিডিয়ার দেওয়ালে তাদের আবির রাঙা ছবি পোস্ট করতে দেখা যায়। সেই সঙ্গে তাদের ফ্যানদের দোলের শুভেচ্ছাও জানান তারা। 

Jaydeep Das | Published : Mar 18, 2022 3:48 PM
18
ফাগুনে রেঙে আগুন ঝরাচ্ছেন যে সমস্ত অভিনেত্রীরা, একনজরে টলিউডের দোল উদযাপন

ফ্যানদের দোলের শুভেচ্ছা জানিয়েছেন টলিউডের বিখ্যাত সঙ্গীত শিল্মী ইমন চক্রবর্তীও। ফেসবুকে তিনি লেখেন, “ভালোবাসা ও সৌহার্দ্যে এর উৎসব দোল। রঙে রঙে মেতে উঠুন সবাই কিন্তু দয়া করে কেউ অবলা পশু-পাখি দের গায়ে রঙ দেবেন না। সকল কে জানাই দোলযাত্রার শুভেচ্ছা।”
 

28

দোলের রঙ লেগেছে টলিউড সুপারস্টার জিতের পরিবারেও। এদিন মেয়ের সাথে ছবি পোস্ট করতে দেখা যায় টলিউডের অন্যতম প্রধান এই হার্টথ্রবকে। যা রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল। 

38

অন্যদিকে পাওলির পাশাপাশি ফাগুনে আগুন রাঙা ছবি দিয়ে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন আর এক টলিউড অভিনেত্রী ইশা সাহা। হাতে আবির নিয়ে ফ্যানদের সোশ্যাল মিডিয়ায় দোলের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। 

48

এদিন নিজের ফাগুন রাঙা ছবি পোস্ট করে আগুন ঝরাতে দেখা গেল পাওলি দামকেও। তিনি এদিন সকাল থেকে একাধিক ছবি পোস্ট করে ফ্যানদের দোলের শুভেচ্ছা জানান।
 

58

এদিকে বিতর্ক ও বোল্ডনেস সর্বদাই সঙ্গী থেকে পাওলির। ভারতীয় সিনেমায় বাঙালি নারীর ছক ভেঙে অনায়াসে নিজের শরীরকে ক্যামেরার সামনে মেলে ধরেছেন পাওলি দাম।

68

এবার এই পাওলিকেই সেজে উঠতে দেখা গেল বসন্তের সাজে। তাঁর ফাগুনরাঙা ছবি ইতিমধ্যেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ার দেওয়ালে। 

78

এদিন সকালের দোলের শুভেচ্ছা জানিয়ে ফেসবুক পোস্ট করতে দেখা যায় শুভশ্রী গাঙ্গুলীকে। ছবিতে দেখা যাচ্ছে রাজ চক্রবর্তী ও তাদের ছোট্ট পুত্র সন্তানকে। এই পোস্টেই ফ্যানদের দোলের শুভকামনাও জানান তিনি। 

88

দলের শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছে অভিনেতা তথা রাজনীতিবিদ সোহম চক্রবর্তীকে। বসন্ত পার্বনের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে তিনি লেখেন, “সকলকে জানাই দোল পূর্ণিমার শুভেচ্ছা। বসন্তোৎসবের রঙে রঙিন হোক আজকের দিন। #HappyHoli”

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos