Dance Bangla Dance: নাচে গানে স্বাধীনতা দিবস পালন, আর কিছুক্ষণ পরেই Zee বাংলায়


৭৫তম স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠান দেখা যাবে 'ডান্স বাংলা ডান্স' এর মঞ্চে। এদিন রাত ৯টা ৩০ মিনিটে  সম্প্রচারিত হবে স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠান। জি বাংসার জনপ্রিয় অনুষ্ঠানগুলির মধ্যে প্রথম সারিতে রয়েছে 'ডান্স বাংলা ডান্স'-এর নাম। 
 

Asianet News Bangla | Published : Aug 15, 2021 12:37 PM IST
110
Dance Bangla Dance: নাচে গানে স্বাধীনতা দিবস পালন, আর কিছুক্ষণ পরেই Zee বাংলায়

'ডান্স বাংলা ডান্স' এর মঞ্চেই পালন করা হবে স্বাধীনতা দিবসেব বিশেষ অনুষ্ঠান। বর্ণাঢ্য এই অনুষ্ঠান দর্শকদের মন ছুঁয়ে যাবে বলেও আশা করছেন কর্তৃপক্ষ। 

210

 'ডান্স বাংলা ডান্স' এর মঞ্চে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সম্মান জানান হবে বীর শহিদদের। নাচে আর গানে স্মরণ করা হবে দেশের স্বাধীনতা সংগ্রামীদের। 

310

'ডান্স বাংলা ডান্স'এর সেটে সম্পূর্ণ অন্যভাবে সাজান হয়েছে। সেখানে রয়েছে স্বাধীনতা সংগ্রামীদের ছবি। জাতীয় পতাকার তিনটি রং প্রাধান্য পেয়েছে আলোকসজ্জায়।

410

রবিবার রাত সাড়ে ৯টা সম্প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠানটি। বিশেষ এই অনুষ্ঠান দর্শকদের মন ছুঁয়ে যাবে বলেও আশা করেছে কর্তৃপক্ষ। 

510

শুধু মঞ্চ বা আলোকসজ্জা নয়। সঞ্চালক আর বিচারকদের পোষকেই রয়েছে দেশি ছোঁয়া। গোটা অনুষ্ঠানের সঙ্গে তাল মিলিয়ে দেশি লুককেই প্রাধান্য দেওয়া হয়েছে। 
 

610

 করোনাকালেই জি বাংলা 'ডান্স বাংলা ডান্স' অনুষ্ঠান বন্ধ করেনি। বলা যেতে পারে মহামারির কারণে গৃহবন্দি মানুষকে মনোরঞ্জন করতে আরও বেশি গ্যামারাস করতে গোবিন্দার পাশাপাশি শুভশ্রী, জিৎ কেও জায়গা করে দেওয়া হয়েছে। 

710

প্রায় ১৩ বছর ধরে  এই অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে জি বাংলায়। নাচের এই রিয়্যালিটি শো বরাবরই দর্শকদের পছন্দের। তবে এবার দুই সঞ্চালক এনে তাতে একটু বেশি মাত্রায় আকর্ষণ বাড়িছেন উদ্যোক্তারা। 
 

810

জি বাংলার ডান্স বাংলা ডান্সে এবার মূল আকর্ষণ গোবিন্দা। স্বাধীনতার দিবসের বিশেষ অনুষ্ঠানে তাঁকেও দেখা যাবে বিশেষ ভূমিকায়। 

910

ডান্স বাংলা ডান্সে প্রতিযোগিদেরও স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠানে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যা তাঁরা ফুটিয়ে তুলবেন তাঁদের নাচের মাধ্যমে। 

1010

স্বাধীনতা দিবসের রাতে নাচ গান আর কথায় দেশের স্বাধীনতার ইতিহাসও তুলে ধরা হবে। সঙ্গে থাকবে মনোরঞ্জনও। 

Share this Photo Gallery
click me!

Latest Videos