Dance Bangla Dance: নাচে গানে স্বাধীনতা দিবস পালন, আর কিছুক্ষণ পরেই Zee বাংলায়
৭৫তম স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠান দেখা যাবে 'ডান্স বাংলা ডান্স' এর মঞ্চে। এদিন রাত ৯টা ৩০ মিনিটে সম্প্রচারিত হবে স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠান। জি বাংসার জনপ্রিয় অনুষ্ঠানগুলির মধ্যে প্রথম সারিতে রয়েছে 'ডান্স বাংলা ডান্স'-এর নাম।
'ডান্স বাংলা ডান্স' এর মঞ্চেই পালন করা হবে স্বাধীনতা দিবসেব বিশেষ অনুষ্ঠান। বর্ণাঢ্য এই অনুষ্ঠান দর্শকদের মন ছুঁয়ে যাবে বলেও আশা করছেন কর্তৃপক্ষ।
'ডান্স বাংলা ডান্স' এর মঞ্চে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সম্মান জানান হবে বীর শহিদদের। নাচে আর গানে স্মরণ করা হবে দেশের স্বাধীনতা সংগ্রামীদের।
'ডান্স বাংলা ডান্স'এর সেটে সম্পূর্ণ অন্যভাবে সাজান হয়েছে। সেখানে রয়েছে স্বাধীনতা সংগ্রামীদের ছবি। জাতীয় পতাকার তিনটি রং প্রাধান্য পেয়েছে আলোকসজ্জায়।
রবিবার রাত সাড়ে ৯টা সম্প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠানটি। বিশেষ এই অনুষ্ঠান দর্শকদের মন ছুঁয়ে যাবে বলেও আশা করেছে কর্তৃপক্ষ।
শুধু মঞ্চ বা আলোকসজ্জা নয়। সঞ্চালক আর বিচারকদের পোষকেই রয়েছে দেশি ছোঁয়া। গোটা অনুষ্ঠানের সঙ্গে তাল মিলিয়ে দেশি লুককেই প্রাধান্য দেওয়া হয়েছে।
করোনাকালেই জি বাংলা 'ডান্স বাংলা ডান্স' অনুষ্ঠান বন্ধ করেনি। বলা যেতে পারে মহামারির কারণে গৃহবন্দি মানুষকে মনোরঞ্জন করতে আরও বেশি গ্যামারাস করতে গোবিন্দার পাশাপাশি শুভশ্রী, জিৎ কেও জায়গা করে দেওয়া হয়েছে।
প্রায় ১৩ বছর ধরে এই অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে জি বাংলায়। নাচের এই রিয়্যালিটি শো বরাবরই দর্শকদের পছন্দের। তবে এবার দুই সঞ্চালক এনে তাতে একটু বেশি মাত্রায় আকর্ষণ বাড়িছেন উদ্যোক্তারা।
জি বাংলার ডান্স বাংলা ডান্সে এবার মূল আকর্ষণ গোবিন্দা। স্বাধীনতার দিবসের বিশেষ অনুষ্ঠানে তাঁকেও দেখা যাবে বিশেষ ভূমিকায়।
ডান্স বাংলা ডান্সে প্রতিযোগিদেরও স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠানে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যা তাঁরা ফুটিয়ে তুলবেন তাঁদের নাচের মাধ্যমে।
স্বাধীনতা দিবসের রাতে নাচ গান আর কথায় দেশের স্বাধীনতার ইতিহাসও তুলে ধরা হবে। সঙ্গে থাকবে মনোরঞ্জনও।