আর মাত্র ১৩ দিন, শুরু হল আদিত্য-নেহার প্রাক বিবাহের অনুষ্ঠান

 হাতে আর মাত্র ১৩ দিন। তারপরই চার হাত এক হবার পালা। ১৪ ফেব্রুয়ারি সেই বিশেষ দিন নেহা কক্কর ও আদিত্য নারায়ণের বিয়ে। কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তার বিয়ে নিয়ে বেশ জল্পনা শুরু হয়েছিল। সমস্ত জল্পনার ইতি টেনে বাঙালির প্রেমদিবস অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি 'ভ্যালেন্টাইনস ডে'-র দিন গাটছড়া বাঁধতে চলেছেন  নেহা-আদিত্য। আর বিয়ের আগেই শুরু হল প্রাক বিবাহের অনুষ্ঠান। আদিত্যর  ভালবাসায় ইতিমধ্যেই হাবুডুবু খাচ্ছে নেহা। দেখে নিন নেহা-আদিত্যর প্রাক বিবাহের ছবি।

Riya Das | Published : Jan 31, 2020 10:09 AM IST
113
আর মাত্র ১৩ দিন, শুরু হল আদিত্য-নেহার প্রাক বিবাহের অনুষ্ঠান
'ইন্ডিয়ান আইডল ১১' মঞ্চেই ছেলে আদিত্যর জন্য উদিত নারায়ণ এবং দীপা নারায়ণ পুত্রবধু হিসেবে পছন্দ করেছিলেন নেহাকে।
213
উদিত নারায়ন নিজে এই খবরটি অনুষ্ঠান মঞ্চে জানিয়েছিলেন।
313
হিমাংশ কোহলির সঙ্গে বিচ্ছেদের পর নেহা ভেঙে পড়েছিল ঠিক সেই সময়েই গায়িকাকে বেশ সামলে নিয়েছেন আদিত্য নারায়ণ।
413
ধীরে ধীরে বন্ধুত্ব থেকে সম্পর্কে জড়িয়েছেন বলিউডের রিমেক কুইন নেহা।
513
ইতিমধ্যেই বিয়ের আগে শুরু হয়েছে প্রাক বিবাহের অনুষ্ঠান।
613
রিয়েলিটি শো-এর মঞ্চে আদর করে বিয়ের উপহারও দিয়েছেন কুমার শানু। যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়ে গিয়েছে।
713
নেহাকেই ছেলের পুত্রবধু হিসেবে দেখতে চান উদিত নারায়ণ সে কথাও নিজে জানালেন তিনি।
813
উদিত নারায়ণ এবং দীপা নারায়ণ পুত্রবধু হিসেবে পছন্দ করেছেন নেহাকে।
913
পুরো পরিবারের সঙ্গে নেহা-আদিত্য।
1013
উপহার হিসেবে লাল শাড়ি দিয়েছেন হবু বর আদিত্য নারায়ণ।
1113
নেহার সম্মতি না নিয়েই এই বিয়েতে সন্মতি জানিয়েছেন নেহার মা। কারণ জামাই হিসেবে আদিত্যকে তাদের এতটাই পছন্দ হয়েছে যে নেহাকে জিজ্ঞাসা করেই বিয়ের প্রস্তাবে হ্যাঁ করে দিয়েছেন। তাতে রীতিমতো চমকে গেছেন নেহা।
1213
আবার নেহার মায়ের পা ছুঁয়েও 'মাম্মিজি' বলতে শোনা যায় আদিত্যকে। রিয়্যালিটি শো-এর মঞ্চে পুরো ঘটনাটি ঘটেছে। এবং বিয়ের তারিখও এই মঞ্চেই চূড়ান্ত হয়েছে। হিমেশও নেহাকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন।
1313
বিয়ে নিয়েই ব্যস্ত এই নতুন কাপল।
Share this Photo Gallery
click me!

Latest Videos