ঐশ্বর্য রাই বচ্চন, মিস ওয়ার্ল্ডকে কে না চেনে। বলিউডের বিউটি ডিভার সৌন্দর্য নিয়ে চর্চা তো চলতেই থাকে। কারণ তিনি সে সুন্দর। ঐশ্বর্য রাই বচ্চনের ছবি তোলা যেন পাপারাজ্জিদের কাছে সেদিনের সার্থকতা। সম্প্রতি একটি বিমানবন্দরে ডিভাকে দেখা গিয়েছে । পরনে তার ছিল নৈমিত্তিক পোশাক। কালো প্যান্ট এবং টপ সহ একটি লম্বা বড় আকারের জিপার জ্যাকেট পড়েছিলেন ঐশ্বর্য। নৈমিত্তিক পোশাকে এয়ারপোর্টে দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি। তবে এখানে তার লুক দেখে নেটিজেনরা ভাবছেন তিনি গর্ভবতী কিনা।