সংক্ষিপ্ত
দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে প্রকাশ্যে এল বিখ্যাত পরিচালক মণি রত্নমের বহু প্রত্যাশিত ছবি 'পোন্নিয়ান সেলভান' ছবির ট্রেলার। এই ছবি দিয়েই বহুদিন বাদে বড়পর্দায় ফিরছেন ঐশ্বর্য রাই বচ্চন। মণি রত্নমের ছবি 'পোন্নিয়ান সেলভান'-এর ছবির ট্রেলার ফাঁস হতেই উত্তেজনা টগবগিয়ে ফুটছে। ঐতিহাসিক ছবির ট্রেলার জুড়ে ফুটে উঠেছে চোল সাম্রাজ্যের অন্তর্নিহিত ক্ষমতার দ্বন্ধ।
দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে প্রকাশ্যে এল বিখ্যাত পরিচালক মণি রত্নমের বহু প্রত্যাশিত ছবি 'পোন্নিয়ান সেলভান' ছবির ট্রেলার। এই ছবি দিয়েই বহুদিন বাদে বড়পর্দায় ফিরছেন ঐশ্বর্য রাই বচ্চন। মণি রত্নমের এই ছবিতেই দীর্ঘ বিরতির পর কামব্যাক করতে দেখা যাবে নায়িকা। গত ৮ জুলাই ছবির টিজারে দর্শকদের প্রত্যাশা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিলেন পরিচালক। ইতিমধ্যেই ঐশ্বর্যর লুকে মুগ্ধ হয়েছেন দর্শকরা। রানি নন্দিনীর লুকে রাই সুন্দরী দেখে চোখ ফেরাতে পারছেন না দর্শকরা। এবার মণি রত্নমের ছবি 'পোন্নিয়ান সেলভান'-এর ছবির ট্রেলার ফাঁস হতেই উত্তেজনা টগবগিয়ে ফুটছে। ঐতিহাসিক ছবির ট্রেলার জুড়ে ফুটে উঠেছে চোল সাম্রাজ্যের অন্তর্নিহিত ক্ষমতার দ্বন্ধ।
মণি রত্নমের বহু প্রত্যাশিত ছবি 'পোন্নিয়ান সেলভান' ছবির ট্রেলার দেখেই বোঝা গিয়েছে প্রাচীন ঐতিহাসিক যুগকে কীভাবে ফিরিয়ে আনা হয়েছে এই ছবিতে। পিএস ১-এ ছবিতে যেভাবে যুদ্ধের পার্টটি দেখা হয়েছে তা দেখে সকলেই হতবাক। দশম শতাব্দীর চোল সাম্রাজ্যের কাহিনির উপর ভিত্তি করেই এই ছবির গল্প তৈরি করা হয়েছে। পুরো ছবি জুড়ে দেখা যাবে ক্ষমতা দখলের লড়াই। সময় যত এগোচ্ছে ততই যেন ছবিকে কেন্দ্র করে প্রত্যাশা বাড়ছে। 'পোন্নিয়ান সেলভান' হল একটি এপিক ড্রামা যা ১৯৯৫ সালের কল্কি কৃষ্ণমূর্তি রচিত 'পোন্নিয়ান সেলভান' উপন্যাস অবলম্বনে নির্মিত। ছবিটি তৈরি করতে ৫০০ কোটি টাকা খরচ হয়েছে। এটি ভারতীয় সিনেমার অন্যতম ব্যয়বহুল ছবি। দেখে নিন ট্রেলারটি,
গতকাল অর্থাৎ ৬ সেপ্টেম্বর চেন্নাইতে একটি জমকালো অনুষ্ঠানেপরমধ্য দিয়ে ছবির মিউজিক ও ট্রেলার মুক্তি পায়। এদিন ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঐশ্বর্য রাই বচ্চন, বিক্রম, কার্তি, জয়ম রবি, তৃশা সহ অনেকেই। ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ঐশ্বর্য রাই বচ্চনকে। ঐশ্বর্যকে দেখে সকলেই মুগ্ধ হয়েছেন। একদিকে যেমন তাকে রাজকন্যা নন্দিনীর চরিত্রে দেখা যাবে তেমনই আবার মন্দাকিনী চরিত্রেও ধরা দেবেন অভিষেক ঘরনি। 'পোন্নিয়ান সেলভান' ছবিতে খলনায়িকা হিসেবে নজর কাড়বেন ঐশ্বর্য রাই বচ্চন। ২০১৯ সাল থেকেই শুরু হয়েছিল ছবির কাজ। তবে করোনার কারণে ছবির শুটিং বন্ধ রাখতে হয়েছিল। ফের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ছবির কাজ শুরু হয়। অবশেষে আগামী ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবেমণি রত্নমের বহু প্রত্যাশিত ছবি 'পোন্নিয়ান সেলভান'। প্যান ইন্ডিয়ার এই ছবি তামিল, তেলেগু, কন্নড় মালায়লম ভাষায় মুক্তি পেতে চলেছে এই ছবি। উল্লেখ্য ২০১৪ সালে ফ্যানি খান ছবিতে শেষবারের মতো দেখা গিয়েছিল ঐশ্বর্য রাই বচ্চনকে।