অস্কার ২০২০, 'জোকার'-এর জন্য সেরা অভিনেতা হলেন জোয়াকিন ফিনিক্স

ইতিমধ্যেই লস অ্যাঞ্জলসের ডলবি অডিটোরিয়ামে শুরু হয়ে গেছে অস্কার পুরস্কারের অনুষ্ঠান। ইতিমধ্যেই মোট ১১ টি  বিভাগে মনোনীত হয়ে অস্কারের শীর্ষে জায়গা করে নিয়েছিল  টড ফিলিপ্স পরিচালিত ছবি 'জোকার'। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সেরা  অভিনেতার পুরস্কার পেলেন 'জোকার' অভিনেতা ওয়াকিন ফিনিক্স। তার দুর্দান্ত অভিনয়ের জন্যই তিনি এই পুরস্কার পেয়েছেন। তার অভিনয় সিনেমা প্রেমীদের  মন্ত্রমুগ্ধ করে রেখেছিল। আর সেই অভিনয়কে বিশেষ সম্মান জানিয়ে অস্কার উঠল অভিনেতার হাতে।

Riya Das | Published : Feb 10, 2020 5:20 AM IST / Updated: Feb 10 2020, 11:02 AM IST
111
অস্কার ২০২০,  'জোকার'-এর জন্য সেরা অভিনেতা হলেন জোয়াকিন ফিনিক্স
ইতিমধ্যেই মোট ১১ টি বিভাগে মনোনীত হয়ে অস্কারের শীর্ষে জায়গা করে নিয়েছিল টড ফিলিপ্স পরিচালিত ছবি 'জোকার'।
211
সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সেরা অভিনেতার পুরস্কার পেলেন 'জোকার' অভিনেতা ওয়াকিন ফিনিক্স।
311
তার দুর্দান্ত অভিনয়ের জন্যই তিনি এই পুরস্কার পেয়েছেন। তার অভিনয় সিনেমা প্রেমীদের মন্ত্রমুগ্ধ করে রেখেছিল।
411
অভিনেতা 'জোয়াকিন ফিনিক্স'-এর অভিনয় নিয়ে কারও কোন সন্দেহ ছিল না।
511
সেরা ছবি, পরিচালনা, সিনেম্যাটোগ্রাফি -সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগেও মনোনয়ন পেয়েছে এই ছবি। মোট ১১টি বিভাগে মনোনয়নের শীর্ষে রয়েছে এই ছবি।
611
উল্লেখ্য ২০০১ সালে 'গ্ল্যাডিয়েটর' ছবির জন্য সহ- অভিনেতা হিসেবে অস্কারে মনোনিত হয়েছিলেন জোয়াকিন।
711
তারপর ২০০৬ সালে 'ওয়াক দ্য লাইন', এবং ২০১৩ সালে 'দ্য মাস্টার' ছবির জন্য সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছিলেন অভিনেতা।
811
অবশেষে এত বছর পর ২০২০ সালে 'জোকার'-এর জন্য সেরা অভিনেতার অস্কার পেলেন জোয়াকিন।
911
৯২ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে লস অ্যাঞ্জেলসে। আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব।
1011
অস্কার পুরস্কারের চৃড়ান্ত তালিকাও সামনে চলে এসেছে।
1111
তারপর ২০০৬ সালে 'ওয়াক দ্য লাইন', এবং ২০১৩ সালে 'দ্য মাস্টার' ছবির জন্য সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছিলেন অভিনেতা।
Share this Photo Gallery
click me!

Latest Videos