শামা সিকান্দরের লাস্যে ভরা ছবিতে উত্তপ্ত সোশ্যাল মিডিয়া! ঝড় তোলা অভিনেত্রীকে চিনে নিন ছবিতে ছবিতে

সোশ্যাল মিডিয়ায় লাস্যে ভরা ছবি বিয়ে ঝড় তুলেছেন শামা সিকান্দর। বেশ কিছু ছবিতেও অভিনয় করেছেন তিনি। তার ইনস্টাগ্রাম প্রোফাইল দেখলেই বোঝা যায় নেটিজেনদের মধ্যে তিনি কতটা জনপ্রিয় । চিনে নেওয়া যাক এই লাস্যময়ী কে ছবিতে ছবিতে। 
 

swaralipi dasgupta | Published : Jun 26, 2019 1:40 PM
18
শামা সিকান্দরের লাস্যে ভরা ছবিতে উত্তপ্ত সোশ্যাল মিডিয়া! ঝড় তোলা অভিনেত্রীকে চিনে নিন ছবিতে ছবিতে
১৯৯৯ সালে মনীষা কৈরালা ও আমির খান অভিনীত মান ছবিতে তাকে দেখা গিয়েছিল।
28
এরপরে ছোটপর্দায় ইয়ে মেরি লাইফে সিরিয়ালে পুজা নামে একটি চরিত্রে অভিনয় করেন। তবে সেই পূজার সঙ্গে তবে সেই পূজার সঙ্গে আজকের সামার তেমন কোন মিল পাওয়া যাবে না।
38
২০১৬-তে মায়া নামের একটি ওয়েব সিরিজে দেখা গিয়েছিল তাঁকে। এই ওয়েব সিরিজে সোনিয়া নামের একটি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
48
অভিনেত্রী শামা সিকান্দার-এর এই পরিবর্তন প্রশংসনীয়। তাঁর ছবি দেখলে বলিউডের বহু তারকারাই অনেকটা পিছিয়ে পড়বেন।
58
মার্কিন ব্যবসায়ী জেমস মিল ইরানের সঙ্গে সম্পর্কে রয়েছেন শামা। ২০১৬-য় এনগেজমেন্ট সারেন দুজনে।
68
তবে বিয়ে কবে করবেন সেই নিয়ে এখনো কিছু বলেননি।
78
শামার উল্লেখ্য ছবিগুলির মধ্যে রয়েছে প্রেম আগান, মন, দ্য কন্ট্রাক্ট।
88
বেশ কিছু টিভি রিয়্যালিটি শোতেও কাজ করেছেন তিনি।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos