পপ তারকা রিহানা সর্বদাই শিরোনামের শীর্ষে রয়েছেন। থামছে না বাকযুদ্ধ। একের পর এক তর্জা যেন বেড়েই চলেছে। রিহানা-কঙ্গনার কৃষক আন্দোলন যুদ্ধও বেড়েই চলেছে। তর্ক-বিতর্কের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন পপ তারকা। হট ফোটোশ্যুটের ছবি শেয়ার করতে গিয়েই চরম ট্রোলড হয়েছেন রিহানা। নগ্ন হয়ে স্তনযুগল চেপে হট ফোটোশ্যুট শেয়ার করতেই বক্ষ-বিভাজিকার জ্বলজ্বল করছে গণেশ মূর্তি। গণেশের লকেট পরে কীভাবে টপলেস ফোটোশ্যুট করলেন রিহানা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।