মে মাসের ২১ তারিখ চুপিসারে বাগদান সেরে চমকে দিয়েছিলেন বাহুবলীর ভল্লালদেব রানা ডগ্গুবটি। মিহিকা বাজাজের সঙ্গে বহু বছরের সম্পর্ককে বিয়ের রূপ দিতে চলেছেন রানা। তাই দেরি না করে চটপট এনগেজমেন্ট সেরে নিলেন লকডাউনের মাঝেই। লকডাউন হোক বা করোনার প্রকোপ, সেলেব জুটিকে আটকানো অসম্ভব। এবার বিয়েও সারছেন লকডাউনেই। আগামী ৮ অগাস্ট নিশ্চিত হয়েছে বিয়ের তারিখ। অর্থাৎ আর চারদিন পরই বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন তাঁরা। সেই প্রস্তুতিতেই ব্যস্ত দুই পরিবার।