সলমন খানকে সিনেমার পর্দায় চুমু খেতে দেখা যায় না কেন? ভাইজানের সিক্রেট ফাঁস করেছিলেন আরবাজ খান

বলিউডে ৩০ বছরেও বেশি সময় ধরে রাজ করছেন সলমন খান। দূর্দান্ত তাঁর ফ্যানফলোয়ার। ৫০ পার করেও রীতিমত তিনি হার্টথ্রব। কিন্তু সলমন খান ভুলেও পর্দায় কোনও নায়িকাতে চুমু খান না। কিন্তু কেন জানেন কি? সলমন খানের এই সিক্রেট ফাঁস করেছিলেন আরবাজ খান।

Saborni Mitra | Published : Aug 4, 2022 12:33 AM
18
সলমন খানকে সিনেমার পর্দায় চুমু খেতে দেখা যায় না কেন? ভাইজানের সিক্রেট ফাঁস করেছিলেন আরবাজ খান

সলমন খান ভক্তদের বিনোদন দিতে কখনই কোনও কুসুর করেন না। বিনোদনমূলক ছবিতেই তাঁকে দেখা যায়। পরিবারিক ছবিও করেছেন। প্রেম পর্ব থাকলেও সলমন খানের ছবিতে কখনই কোনও তেমনভাবে কোনও কিসিং সিন থাকে না। অনস্ক্রিন কিসিং থেকে বিরত থাকেন বলিউড ভাইজান। 

28

বলিউডের হার্টথ্রব যিনি সারা বিশ্বে প্রচুর ফ্যান ফলোয়িং উপভোগ করেন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক সুন্দরী এবং জমকালো অভিনেত্রীদের সাথে রোম্যান্স করেছেন। তবে পর্দায় তিনি তাদের কাউকে চুম্বন করেননি।
 

38

এই সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, সালমান খান একটা সময় বলেছিলেন, পর্দায় কাউকে চুম্বন করতে তিনি স্বাচ্ছান্দ্য বোধ করেন না। তিনি আরও বলেছিলেন একটি সাক্ষাত্কারের সময়, সালমান বলেছিলেন, “আমরা যখন বাড়িতে  ফিল্ম দেখতাম তখন আমি বিশ্রী বোধ করতাম। 
 

48

 আমাদের পুরো পরিবার ইংরেজি চলচ্চিত্র দেখত এবং যখন প্রধান প্রধান এবং নায়িকা পর্দায় চুম্বন করত, আপনি জানেন, আমরা বিশ্রী বোধ করতাম এবং ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলা শুরু করতাম। এটি আমার মাথায় আটকে আছে, তাই আমি এটি কখনই করিনি।"

58

তবে কয়েক বছর পর এই ভুল ভাঙিয়ে দেন তাঁর ভাই আরবাজ খান। তিনি কিন্তু সম্পূর্ণ অন্য কথা বললেন সলমনের পর্দায় চুমু খাওয়া নিয়ে। 

68

একটি কমেডি শো তে উপস্থিত ছিলেন সলমনরা তিন ভাই। সলমন , আরবাদ আর সোহেল। সেখানেই চলছি প্রবল মজার। আর সেই মজার ছলেই সলমনের অনস্ক্রিন চুমু নিয়ে মুখ খুলেছিলেন অরবাজ খান। 
 

78

একটি কমেডি শো তে উপস্থিত ছিলেন সলমনরা তিন ভাই। সলমন , আরবাদ আর সোহেল। সেখানেই চলছি প্রবল মজার। আর সেই মজার ছলেই সলমনের অনস্ক্রিন চুমু নিয়ে মুখ খুলেছিলেন অরবাজ খান। 
 

88

তবে সম্পূর্ণ অন্য কথা বলেন আরবাজ খান । তিনি বলেন সলমন  প্রায়শই অফ-স্ক্রিনে এটি করেন যে তাকে এটি করার দরকার নেই। অর্থাৎ অনস্ক্রিনে চুমু খাওয়ার দরকার হয় না তাঁর। এই কথা শুনে হেসে ফেলেন সলমনও। তবে রাধে ছবিতে সলমন কিন্তু দিশা পাটানিকে অনস্ক্রিন চুমু খেয়েছিলেন। 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos