আগেও খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে বলিউডের ভাইজানকে। ঐশ্বর্য রাইয়ের সঙ্গে বিচ্ছেদের পর সলমন খান বিবেক ওবেরয়কে হুমকি দিয়েছিলেন। যা এখনও ভুলতে পারেননি বিবেক। সেই সময় সলমনের একাধিক কাজ কর্মের জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। তা ছাড়াও তাঁর বিরুদ্ধে একাধিক মামলা মোকদ্দামা ছিল । যা সম্মান হানি করেছিল সমলম খানের।