চুমু খেতে গেলেই মাঝে চলে আসে ইনি, নাগার প্রথম স্ত্রী-র গোপন কেচ্ছা ফাঁস করল সামান্থা

দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনিকে নিয়ে সবসময়েই সরগরম সোশ্যাল মিডিয়া। নাগা চৈতন্যর স্ত্রী হিসেবে নয়,বরং নিজের একটি আলাদা পরিচিতি তৈরি করেছেন সামান্থা  (Samantha Ruth Prabhu) ।  ২০১৭ সালে বিয়ের আগে দীর্ঘ সময় লিভ-ইন রিলেশনশিপে ছিলেন এই কাপল। গত ২ অক্টোবরই নাগা চৈতন্যর সঙ্গে  (Naga Chaitanya) ডিভোর্সের ঘোষণা করে সকলকে চমকে দিয়েছিলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী  সামান্থা রুথ প্রভু। তারপর থেকেই নেটিজেনদের নজরে রয়েছেন সামান্থা রুথ প্রভু। বিচ্ছেদের কিছুদিন পর থেকেই নিজেকে বিভিন্ন কাজে ব্যস্ত রেখেছেন সামান্থা। সম্প্রতি নাগার গোপন সিক্রেট ফাঁস করে দিলেন সামান্থা। তবে এ যেমন তেমন কেচ্ছা নয়, নাগার প্রথম স্ত্রীর কেচ্ছা ফাঁস করল সামান্থা, যা শুনে চক্ষু ছানাবড়া নেটিজেনদের।

Riya Das | Published : Feb 12, 2022 5:36 PM
111
চুমু খেতে গেলেই মাঝে চলে আসে ইনি, নাগার প্রথম স্ত্রী-র গোপন কেচ্ছা ফাঁস করল সামান্থা

টলি ইন্ডাস্ট্রির পাওয়াল কাপল সামান্থা (Samantha Ruth Prabhu)  ও নাগা চৈতন্যর (Naga Chaitanya) দর্শকমহলে জনপ্রিয়। তাদের ফ্যান ফলোয়ারও আকাশছোঁয়া। জনপ্রিয় তারকাদের ব্যক্তিগত জীবন জানার জন্য মুখিয়ে রয়েছে দর্শক। সম্প্রতি প্রকাশ্য এসেছে নাগা চৈতন্য ও সামান্থার লিভ-ইন-এর ব্যক্তিগত তথ্য।
 

211


গত ২ অক্টোবরই নাগা চৈতন্যর সঙ্গে ডিভোর্সের ঘোষণা করে সকলকে চমকে দিয়েছিলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী  সামান্থা রুথ প্রভু। তারপর থেকেই নেটিজেনদের নজরে রয়েছেন সামান্থা রুথ প্রভু। বিচ্ছেদের কিছুদিন পর থেকেই নিজেকে বিভিন্ন কাজে ব্যস্ত রেখেছেন সামান্থা (Samantha Ruth Prabhu)। 
 

311


সম্প্রতি নাগার গোপন সিক্রেট ফাঁস করে দিলেন সামান্থা। তবে এ যেমন তেমন কেচ্ছা নয়, নাগার প্রথম স্ত্রীর কেচ্ছা ফাঁস করল সামান্থা, যা শুনে চক্ষু ছানাবড়া নেটিজেনদের। অনেকেই ভাবছেন নাগা আবার প্রথম বিয়ে কবে করেছিল। এই সমস্ত প্রশ্নের নিজেই দিয়েছেন সামান্থা (Samantha Ruth Prabhu) ।
 

411


২০১৭ সালে বিয়ের আগে দীর্ঘ সময় লিভ-ইন রিলেশনশিপে ছিলেন এই কাপল। এক সাক্ষাৎকারে রিলেশনশিপের ঘনিষ্ঠতা নিয়ে মুখ খুলেছেন সামান্থা  (Samantha Ruth Prabhu)। সাউথ ইন্ডিয়ান বিউটি সামান্থা যখন 'ফিট আপ উইথ দ্য স্টারস'-এ অংশ নিয়েছিলেন তখন তার বেডরুম সিক্রেট নিয়ে প্রশ্ন করা হয়েছিল।
 

511


সামান্থা (Samantha Ruth Prabhu) প্রশ্ন শুনেই  বিরক্ত বোধ করলেও শো-এর হোস্ট জানিয়েছিলেন, আপনি বিয়ের আগে লিভ-ইন সম্পর্কে ছিলেন। সামান্থা বেডরুম সিক্রেট নিয়ে সপাটে জানিয়েছিল, বালিশ চৈতন্যের (Naga Chaitanya) প্রথম স্ত্রী, আমাকে চুমু খেতে হলেও বালিশ সবসময় আমাদের মধ্যে থাকে। এটুকু বলেই থেমে গেছেন অভিনেত্রী। তারপরেই খানিক হেসে বলেন, অনেক বলে ফেলেছি, মনে হয় এর চেয়ে বেশি বলা উচিত হবে না।

611


সামান্থা (Samantha Ruth Prabhu) প্রশ্ন শুনেই  বিরক্ত বোধ করলেও শো-এর হোস্ট জানিয়েছিলেন, আপনি বিয়ের আগে লিভ-ইন সম্পর্কে ছিলেন। সামান্থা বেডরুম সিক্রেট নিয়ে সপাটে জানিয়েছিল, বালিশ চৈতন্যের (Naga Chaitanya) প্রথম স্ত্রী, আমাকে চুমু খেতে হলেও বালিশ সবসময় আমাদের মধ্যে থাকে। এটুকু বলেই থেমে গেছেন অভিনেত্রী। তারপরেই খানিক হেসে বলেন, অনেক বলে ফেলেছি, মনে হয় এর চেয়ে বেশি বলা উচিত হবে না।

711

সম্প্রতি সুইজারল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu) । বরফের চাদরে মোড়া সুইজারল্যান্ডে প্রতিটা মুহূর্ত তাড়িয়ে উপভোগ করতে দেখা গেছে সামান্থাকে।  সুইজারল্যান্ডে বন্ধু শিল্পা রেড্ডির সঙ্গে নানা মুহূর্তে শেয়ার করেছেন সামান্থা। সামান্থা (Samantha Ruth Prabhu) তুষার ঢাকা বরফের পাহাড়ে বেশ কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন। সুইজারল্যান্ডের এই গন্তব্যটি সেরা স্কি রিসর্টগুলি মধ্যে অন্যতম। প্রতিটি ছবি ভাইরাল হয়েছে অন্তর্জালে ।

811

দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী  সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu) এবং নাগা চৈতন্যর (Naga Chaitanya)ব্যক্তিগত জীবন নিয়ে কৌতুহলের শেষ নেই আমজনতার। অভিনেত্রীর বর্তমান  জীবনের খুটিনাটি জানতে মুখিয়ে রয়েছেন ভক্তরা। তবে কি আবারও এক হতে চলেছেন দক্ষিণের এই জনপ্রিয় কাপল। বিচ্ছেদের তিন মাসের মধ্যেই কি ফের ভাঙা সংসার জোরা লাগতে চলেছে সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu) এবং নাগা চৈতন্য। 

911

বিচ্ছেদ হয়ে যাওয়া দুই তারকার বর্তমান  জীবনের খুটিনাটি জানতে মুখিয়ে রয়েছেন ভক্তরা।  সম্প্রতি সামান্থার ইনস্টাগ্রামে তেমনই আভাস মিলল, যা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে নেটদুনিয়ায়। তবে বিবাহবিচ্ছেদের পরও কি সামান্থাকে   (Samantha Ruth Prabhu) ভুলতে পারেননি নাগা চৈতন্য  (Naga Chaitanya)। ভালাবাসার টানেই কি ফের একে অপরের কাছাকাছি আসছেন দুজনে।

1011

বিচ্ছেদ হয়ে যাওয়া দুই তারকার বর্তমান  জীবনের খুটিনাটি জানতে মুখিয়ে রয়েছেন ভক্তরা।  সম্প্রতি সামান্থার ইনস্টাগ্রামে তেমনই আভাস মিলল, যা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে নেটদুনিয়ায়। তবে বিবাহবিচ্ছেদের পরও কি সামান্থাকে   (Samantha Ruth Prabhu) ভুলতে পারেননি নাগা চৈতন্য  (Naga Chaitanya)। ভালাবাসার টানেই কি ফের একে অপরের কাছাকাছি আসছেন দুজনে।

1111


বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে প্রায় ৩ মাস । তবে সাম্প্রতিক সময়ে সামান্থার ইনস্টাগ্রাম ঘাটলে দেখা যাবে নাগা চৈতন্যর সঙ্গে সেই বিচ্ছেদের পোস্ট গায়েব। তবে কি বিচ্ছেদের পোস্ট মুছে দিলেন সামান্থা (Samantha Ruth Prabhu) । কিন্তু কেন? এই নিয়েই জোর জল্পনা শুরু হয়েছে নেটদুনিয়ায়।সামান্থার ইনস্টা পোস্ট দেখে নেটিজেনরা মনে করছেন, তবে কি ভাঙা সংসার জোরা লাগাতে চলেছেন সামান্থা ও নাগা। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছেন দুজনেই। তবে ইনস্টা পোস্ট দেখে একে একে দুই করছেন ভক্তরা।  
 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos