সামান্থা (Samantha Ruth Prabhu) প্রশ্ন শুনেই বিরক্ত বোধ করলেও শো-এর হোস্ট জানিয়েছিলেন, আপনি বিয়ের আগে লিভ-ইন সম্পর্কে ছিলেন। সামান্থা বেডরুম সিক্রেট নিয়ে সপাটে জানিয়েছিল, বালিশ চৈতন্যের (Naga Chaitanya) প্রথম স্ত্রী, আমাকে চুমু খেতে হলেও বালিশ সবসময় আমাদের মধ্যে থাকে। এটুকু বলেই থেমে গেছেন অভিনেত্রী। তারপরেই খানিক হেসে বলেন, অনেক বলে ফেলেছি, মনে হয় এর চেয়ে বেশি বলা উচিত হবে না।