১৯৮৮ সালে বলিউডে ডেবিউ করেছিলেন আমির (Aamir Khan)। তার আগে যদিও শিশু শিল্পী হিসেবে কাজ করেন। ১৯৮৮ সালে মুক্তি পায় কেয়ামত সে কেয়ামত তক। আর এই ছবির জন্য শ্রেষ্ঠ নবাগত অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মতোনিত হন। এর পর একে একে দিল, দিওয়ানা মুঝসা নেহি, জওয়ানি, বাজি, রঙ্গিলা, মন, লাগান, মঙ্গল পাণ্ডে থেকে পিকে, দঙ্গলের মতো বহু হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। বর্তমানে লাল সিং চড্ডার কাজে ব্যস্ত নায়ক। একদিকে যেমন হিট (Hit) ছবি দর্শকদের উপহার দিয়েছেন। তেমনই বহু হিট ছবি হাত ছাড়া করেছেন তিনি।