'ভারতীয়রা একটাই পরিবার', করোনা মোকাবিলায় একাধিক পদক্ষেপ শাহরুখ-গৌরীর

বিশ্বে করোনা পরিস্থিতির দিকে তাকিয়ে তৎপর ভারত। করোনার থাবায় ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২০০০। দেশের এমন সংকটের সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অভিকাংশ তারকা থেকে শুরু করে বহু বেসরকারী সংস্থা। পিছিয়ে থাকলেন না শাহরুখ ও গৌরী খানও। তাঁদের অধিনে থাকা একাধিক সংস্থার উদ্দোগ্যে এবার একাধিক পদক্ষেপ নিয়ে তিন রাজ্য ও কেন্দ্রের পাশে দাঁড়ালেন কিং খান। 

Jayita Chandra | Published : Apr 3, 2020 9:07 AM / Updated: Apr 03 2020, 09:11 AM IST
110
'ভারতীয়রা একটাই পরিবার', করোনা মোকাবিলায় একাধিক পদক্ষেপ শাহরুখ-গৌরীর
শাহরুখ খান ও গৌরী খান এবার নিজেদের একাধিক সংস্থার মাধ্যমে সাহায্য পৌঁচ্ছে দিতে একাধিক পদক্ষেপ নিলেন। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় সেই খবর সামনে আনলেন শাহরুখ খান।
210
রেড চিলিস এন্টারটেইনমেন্ট, মীর ফাউন্ডেশন, কলকাতা নাইট রাইডার্স, রেড চিলিস ভিএফএক্সের মাধ্যমে এবার গোটা দেশে সাহায্য পৌঁচ্ছে দিতে চান গৌরী ও শাহরুখ।
310
এই সাহায্যের জন্য প্রাথমিকভাবে তিনি বেছে নিয়েছেন তিন রাজ্য ও কেন্দ্র। কেন্দ্র সরকারের খাতে করোনা রিলিফ ফান্ডে অর্থ দান করবেন তিনি।
410
তিন রাজ্যে পাঠাবেন সাহায্য, কলকাতা, দিল্লি ও মুম্বই। সাধ্য মতন পাশে থাকার আশ্বাসও দিয়েছেন কিং খান।
510
প্রাথমিকভাবে ৫০,০০০ কিট দেবেন কেন্দ্রকে। এই পদক্ষেপ নেওয়া হয়েছে রেড চিলিস প্রোডাকশন থেকে।
610
সাড়ে পাঁচ হাজার পরিবারের দায়িত্ব নিয়েছেন তিনি। যাঁদের এক মাসের খাদ্যদ্রব্য পৌঁচ্ছে দেওয়ার ভার নিয়েছেন কিং খান।
710
প্রতিদিন ২০০০ মানুষের খাবার তৈরি করা হবে, যা পৌঁচ্ছে যাবে যাঁরা খাবারের সমস্যায় ভুগছেন তাঁদের কাছে। পৌঁচ্ছে যাবে হাসপাতালেও।
810
আরও দশ হাজার মানুষকে বেছে নেওয়া হয়েছে যাঁদের এক মাসের খাবার পৌঁচ্ছে দেওয়া হবে। শাহরুখ খান জানান এ তো শুধু শুরু। আরও অনেক পরিকল্পনাই রয়েছে।
910
একশোজন অ্যাসিড আক্রান্তদের ভাতা দেবেন শাহরুখ খান। এই সময় যাতে তাঁদের কোনও সমস্যাই না হয়।
1010
এই খবর জানিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন এই সময় সব ভারতীয় একটাই পরিবার। নিজের পরিবারকে বাঁচাতে পাশে থাকা জরুরী।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos