মেক আপ করতে করতেই বুকের দুধ পাম্প, নতুন মা-এর কীর্তি দেখে কুর্নিশ নেটিজেনদের, ভাইরাল ভিডিও

Published : Aug 20, 2021, 08:49 AM IST

মেক আপ করতে করতেই সন্তানের জন্য ব্রেস্ট মিল্ক পাম্প করছেন অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রামে এই ছবি শেয়ার করেছেন গ্যাল গ্যাডট। যা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।  ইজরাইলি মডেল অভিনেত্রী গ্যাল গ্যাডট দু-মাস আগেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। মেয়ে ড্যানিয়েলার জন্য তার এই সাহসী পদক্ষেপ।অভিনেত্রীর সাহসী পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনদের অনেকেই।   

PREV
18
মেক আপ করতে করতেই বুকের দুধ পাম্প, নতুন মা-এর কীর্তি দেখে কুর্নিশ নেটিজেনদের, ভাইরাল ভিডিও

cleo

28
মেক আপ করতে করতেই সন্তানের জন্য ব্রেস্ট মিল্ক পাম্প করছেন অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রামে এই ছবি শেয়ার করেছেন গ্যাল গ্যাডট। যা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।
38
স্তন্যপান নিয়ে পুরোনো ট্যাবু ভেঙে দেওয়ার জন্যই এমনটা করেছেন অভিনেত্রী। ইজরাইলি মডেল অভিনেত্রী গ্যাল গ্যাডট দু-মাস আগেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।
48
মেয়ে ড্যানিয়েলার জন্য তার এই সাহসী পদক্ষেপ। শুটিং ফ্লোরে যাওয়ার আগেই মেয়ের জন্য ব্রেস্টমিল্ক স্টোর করে রাখছিলেন গ্যাল গ্যাডট।
58

Wonder Woman

68
সেই কারণেই নিজে মেক আপ করতে করতেই সদ্যোজাতর জন্য দুধ সংরক্ষণ করে রাখছেন অভিনেত্রী।
78
শুটিং এর জন্য তৈরির ফাঁকে হাসি মুখে তিনি নিজের কাজ করছেন অন্যদিকে তার গোটা টিম অভিনেত্রীকে তৈরি করছে।
88
হাসি মুখেই একরত্তির জন্য তার এই মায়ের দায়িত্ব পালন করে চলেছেন গ্যাল গ্যাডট। এর আগেও ২০১১ ও ২০১৭ সালে দুই কন্যা সন্তানের জন্ম দেন।
click me!

Recommended Stories