সৌন্দর্যে নেটিজেনদের মনে ঝড় তুলেছেন স্বপ্না! কে এই সুন্দরী, চিনে নিন ছবিতে
আয়নার সামনে নিজেকে সুন্দর হিসেবে কে না দেখতে চায়। কিন্তু তা করতেও যে কাঠখড় পোড়াতে হয়, তার প্রমাণ স্বপ্না ব্যাস। এই ফিটনেস ট্রেনারের সৌন্দর্যে মুগ্ধ নেটিজেনরা। কিন্তু প্রথম থেকেই রাস্তা এতটা পেলব ছিল না। ছবিতে ছবিতে স্বপ্না ব্যাসকে চিনে নেওয়া যাক।
swaralipi dasgupta | Published : Jun 24, 2019 4:47 PM / Updated: Dec 12 2019, 12:29 PM IST
স্বপ্না ব্যাস। দেশের সবচেয়ে সুন্দরী ফিটনেস ট্রেনার হিসেবে পরিচিত ইনি।
আহমেদাবাদের বাসিন্দা স্বপ্না ব্যাস শুধুই একজন ফিটনেস ট্রেনার নন। তিনি একজন পেশাদার ডায়েটিশিয়ানও।
এছাড়াও তিনি ফিটনেস নিয়ে মোটিভেশনাল স্পিচও দেন।
কলেজে পড়ার সময়ে স্বপ্নার ওজন ছিল ৮৬ কিলোগ্রাম।
তার পরে অনেক অধ্য়াবসায় ও কঠোর পরিশ্রমে ওজন কমান স্বপ্না ব্যাস।
খাদ্যাভ্যাসেও অনেক বদল আনতে হয় স্বপ্নাকে। ২ বছরের মধ্য়ে ৫৩ কেজি ওজন কমান তিনি।
তিনি সোশ্যাল মিডিয়াতেও এই মুহূর্তে বড় সেলেব্রিটি।
অনলাইনেও প্রায় ফিটনেস ট্রেনিং দেন স্বপ্না। ফিটনেস ও ডায়েট নিয়ে বিভিন্ন টিপস দেন তিনি।
ইউটিউবেও তাঁর ভিউয়ারের সংখ্যা অনেক। ইউটিউব ভিডিও-র মাধ্যমেও তিনি ফিটনেস ট্রেনিং দেন।
বিভিন্ন স্পোর্টস ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডরও হয়েছেন তিনি। দিনে লক্ষাধিক ভিউ হয় তাঁর পেজ ও ইউটিউব ভিডিওয়ে।