প্রতিদিন অন্তত একটি করে ভোজপুরি গান ইউটিউবে আপলোড করা হয়। এর মধ্যে কিছু গান দেখার পর জনপ্রিয় হয়, আবার কিছু গান মানুষের মনে জায়গা করে নিতে ব্যর্থ হয়। পবন সিং, খেসারি লাল যাদব, রিতেশ পান্ডে, শিল্পী রাজ এবং রাকেশ মিশ্রের মতো কণ্ঠশিল্পীদের ফ্যান ফলোয়িং প্রচুর। ফলে তাঁদের গানগুলোও বেশ জনপ্রিয়।ভোজপুরি গান ইউটিউবে আপলোড করা হয়।