বলিউডের সেরা ৫ গান, যাতে বুঁদ হয়ে থাকল ২০১৯

২০১৯-এর সেরা গানের তালিকাতে নাম লেখাল যে পাঁচ গান তা অধিকাংশই ছবি থেকে ভাইরাল। একের পর এক ছবি মুক্তির সঙ্গে সঙ্গে ভাইরাল হয়েছে একাধিক গান। তবে এক কথায় ২০১৯-এ বলিউডের পোয়া বারো। একাধিক হিটের মধ্যে সব থেকে বেশি ভিউ পেল যে পাঁচ গান, রইল তার তালিকা।

debojyoti AN | Published : Dec 27, 2019 11:54 AM IST / Updated: Dec 29 2019, 03:33 PM IST
15
বলিউডের সেরা ৫ গান, যাতে বুঁদ হয়ে থাকল ২০১৯
সাকি সাকিঃ সাকি সাকি গানটির রিমেকে ফ্লোর কাঁপিয়েছিলেন নোরা ফাতেহি। এই গানটি মুক্তি পেয়েছিল অগস্ট মাসে। বর্তমানে এই গানটির ভিউ ৩২৮ মিলিয়ন।
25
পাচতাওগেঃ বেশ কয়েকবছর ধরেই অরিজিত সিং মানেই হিট। তাঁরই গলায় গাওয়া গান পচতাওগে মুক্তি পেয়েছে সম্প্রতি। সেখানেই দেখা গিয়েছিল ভিকি কৌশলের পাশে নোরা ফাতেহিকে। সেপ্টেম্বর মাসে মুক্তি পাওয়া এই গানের ভিউ ৩১৪ মিলিয়ন।
35
জয় জয় শিবশঙ্করঃ ওয়ার ছবির গান জয় জয় শিব শঙ্করে ফ্লোর কাঁপিয়ে ছিলেন হৃত্বিক-টাইগার। অক্টোবর মাসে মুক্তি পেয়েছিল এই গানটি। বর্তমান ভিউ ১৭০ মিলিয়ন।
45
ঘুঙ্গরুঃ ওয়ার ২০১৯-এ মুক্তি পাওয়া সব থেকে হিট ছবির মধ্যে একটি। এই ছবিরই গান ঘুঙ্গরু। যেখানে হৃত্বিক রোশন ও বাণী কাপুরকে এক সঙ্গে ডান্স ফ্লোরে পেয়েছিলেন দর্শকেরা। সেপ্টেম্বর মাসে মুক্তি পাওয়া এই গানের ভিউ বর্তমানে ১৫১ মিলিয়ন।
55
বালাঃ হাউসফুল ৪ ছবির বালা গানটি মুক্তির পরই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। গানটি মুক্তি পায় নভেম্বর মাসে। ৩৫ মিলিয়ন ভিউ বর্তমানে এই গানটির।
Share this Photo Gallery
click me!

Latest Videos