দাদাগিরির মঞ্চে প্রয়াত শিল্পীদের গানে গানে শ্রদ্ধার্ঘ্য

সঙ্গীত জগতের তিন প্রবাদপ্রতিম শিল্পী  সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর,গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় এবং ডিস্কো কিং বাপ্পি লাহিড়ী। এই তিন তারকার প্রয়ানে সারা ভারতবর্ষ শোক স্তব্ধ।। দাদাগিরির মঞ্চে এই কিংবদন্তিদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। প্রয়াত শিল্পীদের সঙ্গীত জগতের সফরকে আরও একবার ফিরে দেখার সুযোগ। জানা যাবে অনেক অজানা গল্প, অভিজ্ঞতা আর গান। এই বিশেষ পর্বে দাদার সাথে মঞ্চে থাকবেন সংগীত জগতের বিশিষ্ট ব্যাক্তিত্বরা। 
 

Kasturi Kundu | Published : Feb 26, 2022 6:42 AM IST / Updated: Feb 26 2022, 01:27 PM IST
110
দাদাগিরির মঞ্চে প্রয়াত শিল্পীদের গানে গানে শ্রদ্ধার্ঘ্য

বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো দাদাগিরি। সৌরভ গাঙ্গুলির সঞ্চালনায় দাদাগিরির আকাশছোঁয়া জনপ্রিয়তার কথা আজ আর নতুন করে কিছু বলার নেই। বিভিন্ন সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ দাদাগিরির মঞ্চে আসার সুযোগ পান। এটি শুধু এটি টেলিভিশন শো-ই নয়, প্রতিটি মানুষের ট্যালেন্টের মাপকাঠিও বিচার হয় এই শো-র মাধ্যমে। প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে কয়েকটি ধাপে সম্প্রচারিত হয় বাংলা টেলি জগতের পপুলার শো দাদাগিরি। 

210

সঙ্গীত জগতের তিন প্রবাদপ্রতিম শিল্পী  সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর,গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় এবং ডিস্কো কিং বাপ্পি লাহিড়ী।  ভারতীয় সঙ্গীতে এবং সিনেমায় তাঁদের অবদান অপরিসীম, অভাবনীয়।। এঁনারা ছিলেন সঙ্গীত জগতের অভিভাবক।। এই তিন তারকার প্রয়ানে সারা ভারতবর্ষ শোক স্তব্ধ।। দাদাগিরির মঞ্চে এই কিংবদন্তিদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। প্রয়াত শিল্পীদের সঙ্গীত জগতের সফরকে আরও একবার ফিরে দেখার সুযোগ। জানা যাবে অনেক অজানা গল্প, অভিজ্ঞতা আর গান। এই বিশেষ পর্বে দাদার সাথে মঞ্চে থাকবেন সংগীত জগতের বিশিষ্ট ব্যাক্তিত্বরা। 

310

দাদাগিরির মঞ্চে প্রয়াত শিল্পীদের প্রতি সম্মান জানাতে উপস্থিত থাকবেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী হৈমন্তী শুক্লা। তাঁর কন্ঠে শোনা যাবে বাংলার আইকনিক গানের কলি। একজন সঙ্গীতশিল্পী হিসাবে তিনি গানের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করবেন প্রয়াত কিংবদন্তী সঙ্গীতশিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর ও  ডিস্কো কিং বাপ্পি লাহিড়ীর প্রতি। 

410

সৌরভ গাঙ্গুলির সঙ্গে দাদাগিরি সিজন ৯-র মঞ্চ থেকে বিশেষ পর্বের মাধ্যমে সঙ্গীত জগতের প্রয়াত সর্বকালের অন্যতম সেরা শিল্পীদের প্রতি সম্মান জানানোর ব্যবস্থা করা হয়েছে। সেই মঞ্চে উপস্থিত থাকছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী শ্রাবনী সেন। তিনিও তাঁর গানের মধ্যে দিয়ে স্মরণ করবেন প্রয়াত শিল্পীদের। 
 

510

প্রয়াত শিল্পীদের প্রতি শ্রদ্ধা জানাতে দাদাগিরি সিজন ৯-র মঞ্চে আসছেন সঙ্গীত শিল্পী শ্যামল মিত্রের ছেলে সৈকত মিত্র। তিনিও গানে গানে শ্রদ্ধা জানাতে হাজির হচ্ছেন দাদাগিরির মঞ্চে। নিজের কন্ঠে সেই সব শিল্পীদের গান গেয়ে প্রয়াত প্রবাদপ্রতীম সঙ্গীতশিল্পীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাবেন সঙ্গীতশিল্পী  সৈকত মিত্র। 
 

610

নতুন বছরের গোড়াতেই কোকিলকন্ঠী লতা মঙ্গেশকরের প্রয়াণে সঙ্গীত জগতে নক্ষত্রপতনের সুত্রপাত। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শেষ হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা সঙ্গীতজগত। সঙ্গীতজগত তাঁর মত একজন অভিভাবককে হারিয়েছে। তাঁর প্রতি শ্রদ্ধ জানাতে দাদাগিরির মঞ্চে উপস্থিত থাকবেন সঙ্গীত জগতের এক বিশিষ্ট শিল্পী রাম কুমার চট্টোপাধ্যায়।  
 

710

 লতা মঙ্গেশকরের শোকের ছায়া কাটতে না কাটতেই সঙ্গীত জগতে ফের নেমে এল কালো মেঘের ছায়া। জীবনযুদ্ধে শেষ পর্যন্ত হেরে গেলেন  গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। তাঁর প্রয়াণে ফের একবার ছন্দ পতন ঘটল সঙ্গীত জগতে। শিল্পী মহল একে একে তাঁদের অভিভাবককে হারিয়ে একেবারে শোকবিহ্বল। বাংলার এই প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে দাদাগিরির মঞ্চে আসছেন আরেক বিশিষ্ট সঙ্গীত শিল্পী অরুন্ধতি শিবাজি।   
 

810

সঙ্গীত জগতের দুই বর্ষীয়ান শিল্পী লতা মঙ্গেশকর ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে যখন সঙ্গীত জগতে শোকের ছায়া, তখন হঠাৎ করে যেন মাথায় আকাশ ভেঙে পড়ল...কারন ডিস্কো কিং যে আর নেই...বাপ্পি লাহিড়ির মৃত্যুর খবরে শোকস্তব্ধ হয়ে গিয়েছিল ১৩ থেকে ৮৩ । তাঁর গানের জাদুতে জেন ওয়াইয়ের হৃদয় একেবারে নেচে ওঠে। 

910

 বাংলা সঙ্গীতজগতের একঝাঁক শিল্পীর উপস্থিতিতে রঙিন হয়ে উঠবে দাদাগিরির মঞ্চ। একদিকে যেমন এক মঞ্চে বাংলার বিশিষ্ট শিল্পীদের উপস্থিতি লক্ষ্য করা যাবে তেমনই থাকবে কিছুটা দুঃখের ছোঁয়াও। কারণ এই শিল্পীদের কন্ঠে ফের একবার জীবন্ত হয়ে উঠবে বাংলার প্রয়াত শিল্পীদের জীবনকাহিনি। 

1010

টিভির পর্দায় দাদাগিরি দেখার দর্শক সংখ্যা নেহাতই কিছু কম নয়। তাই যারা দাদাগিরির ফ্যান তাঁরা অপেক্ষা করছেন এই স্পেশাল এপিসোডর জন্য। বাংলার বর্তমান লেজেন্ডদের কন্ঠে হারিয়ে যাওয়া লেজেন্ডারি গানের কলি শোনার জন্য।  

Share this Photo Gallery
click me!

Latest Videos