এর পর তিনি জানিয়েছিলেন বিয়ের দিন বিকেলে তাঁরা ছবি শেয়ার করবে। আর এও জানান ১১ জুন বিকেলে নয়নতারা ও বিঘ্নেশ শিবন মিডিয়ার সামনে আসতে চলেছে। কদিন আগে এমনভাবেই নিজেদের বিয়ের কথা ঘোষণা করেন নয়নথারা ও বিঘ্নেশ শিবন। জানা গিয়েছে, রজনীকান্ত, কমল হাসান, চিরঞ্জীবী, সুরিয়া, অজিথ, কার্তি, বিজয় সেতুপতি, সামান্থা প্রভু থাকতে পারেন তাঁদের বিয়ের অনুষ্ঠানে।