ইজিপ্ট সফরে বকুল, বর্ষবরণ বিদেশের মাটিতে

Published : Dec 31, 2019, 05:22 PM ISTUpdated : Dec 31, 2019, 05:23 PM IST

সারা বছর শ্যুটিং ফ্লোরে ব্যস্ত থাকেন উষসী রায়। বকুল কথা ধারাবাহিকের শ্যুটিং-এর কাজ খানিকটা কমিয়ে এবার বিদেশ ভ্রমণে পাড়ি দিলেন বকুল। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করলেন একাধিক। 

PREV
15
ইজিপ্ট সফরে বকুল, বর্ষবরণ বিদেশের মাটিতে
বছর শেষে ছুটির মেজাজে উষসী রায়। শ্যুটিং ফ্লোরে নয়, খানিক ছুটি নিয়ে তিনি বেড়িয়ে পড়লেন বিদেশ ভ্রমণে। শেয়ার করলেন একগুচ্ছ ছবি।
25
সারা বছর শ্যুটিং ফ্লোরেই দিন কাটানো। এরই মাঝে খানিক ছুটি নিয়ে ইজিপ্ট পাড়ি দিলেন পর্দার বকুল। সেখানেই অনবদ্য লুকে ধার দিলেন অভিনেত্রী।
35
মডেলিং দিয়ে শুরু কেরিয়ার। প্রথম থেকেই অভিনয় জগতে আসার ইচ্ছে ছিল উষসীর। ফলে ছোট থেকেই নিজেকে তৈরি করার কাজ শুরু করেছিলেন তিনি।
45
বর্ষবরণে শহরের বুকে নয়, সুদূরে গিয়েই সেলিব্রেশনে মাতলেন উষশী। বিভিন্ন মুডে ও বিভিন্ন ফ্রেমে ছবি তুলে সকলের সঙ্গে তা শেয়ার করে নিলেন বকুল।
55
দর্শক কিংবা ভক্তদের কাছে তাঁর পরিচয় অহনা কিংবা বকুল হিসেবেও। দুটি চরিত্রেই অনবদ্য অভিনয় করে সকলের মন জয় করেছেন তিনি। অভিনয়ের জন্য হাতে উঠে এসেছে পুরস্কারও।।
click me!

Recommended Stories