বাংলা সিরিয়ালের এই মুহূর্তের অন্যতম সেরা সুন্দরী রুকমা রায়ের যেসব ছবি দেখলে মুগ্ধ হবেন আপনিও

রুকমা রায়, বর্তমানে লালকুঠি সিরিয়ালে অভিনয় করছেন।জি বাংলার এই ধারাবাহিকে রুকমার বিপরীতে আছে রাহুল। লালকুঠি-র এর গল্পটা খানিকটা সাসপেন্স এবং থ্রিলারে মেশানো। স্টার জলসার কিরণমালা সিরিয়াল দিয়ে রুকমার ছোট পর্দায় আবির্ভাব হয়েছিল। দেখে নিন যাক বাংলা সিরিয়ালের এই মুহূর্তের অন্যতম সেরা নায়িকা রুকমা রায়কে।

Senjuti Dey | Published : Jun 27, 2022 11:48 AM IST
15
বাংলা সিরিয়ালের এই মুহূর্তের অন্যতম সেরা সুন্দরী রুকমা রায়ের যেসব ছবি দেখলে মুগ্ধ হবেন আপনিও

রুকমা রায় বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। তিনি মূলত বাংলা ধারাবাহিকে অভিনয় করেন। লালকুঠি-র এর গল্পটা খানিকটা সাসপেন্স এবং থ্রিলারে মেশানো। স্টার জলসার কিরণমালা সিরিয়াল দিয়ে রুকমার ছোট পর্দায় আবির্ভাব হয়েছিল।

25

 তিনি কিরণমালা ধারাবাহিকে রাজকুমারী কিরণমালা, দেশের মাটি ধারাবাহিকে মুখ্য চরিত্র মাম্পি, লালকুঠি ধারাবাহিকে অনামিকা চরিত্রে অভিনয় করার জন্য সুপরিচিত। 

 

আরও পড়ুনঃ রণবীর কাপুর আগেই আভাস দিয়েছিলেন তাদের হবু সন্তানের আগমনের, দেখে নিন সেই ভাইরাল ভিডিও

35

তিনি অনেক ধারাবাহিক এবং ওয়েব সিরিজে মুখ্য এবং সহায়ক ভূমিকাতেও অভিনয় করেছেন। এছাড়াও তিনি পরিচালক তথাগত মুখার্জি পরিচালিত বাংলা চলচ্চিত্র গোপনে মদ ছাড়ুন-এ কাজ করেছেন।

 

আরও পড়ুনঃ 'রালিয়া' কে মাম্মি-ড্যাডি ক্লাবে স্বাগত জানালেন অনুষ্কা, ইনস্টাতে আলিয়া কে নিয়ে আবেগঘন পোস্ট করণের!

45

অভিনয়ের পাশাপাশি সঞ্চালিকার ভূমিকায়ও অবতীর্ণ হয়েছেন রুকমা। স্টার জলসার গানের রিয়ালিটি শো তে সঞ্চালনার দায়িত্বে ছিলেন তিনি।

 

আরও পড়ুনঃ পুষ্পার ও ও আন্তভা গানে ভাইরাল সলমন খানের ভিডিও, দেখে নিন

55

শোনা যায় তিনি তার লালকুঠির সহ অভিনেতা রাহুলের সঙ্গে সম্পর্কে রয়েছেন। কিন্তু দুজনের কেউই বিষয়টিকে মান্যতা দেননি। 

Share this Photo Gallery
click me!

Latest Videos