জেনে নিন এবার ইউরো কাপের সেরা ১৫ তারকা কারা, যাদের দিকে নজর গোটা ফুটবল বিশ্বের
১২ জুন থেকে শুরু হতে চলেছে ইউরো কাপ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইতালি ও তুরস্ক। এবার ইউরো কাপের ২৪ টি দলের একাধিক তারকার পারফরমেন্সের দিকে নজর রয়েছে গোটা ফুটবলল বিশ্বের। কারা হতে পারে সেই তারকা, ১৫ জনের তালিকা তুলে ধরা হল আপনাদের কাছে।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো- পর্তুগাল দলের সেরা ভরসা সিআরসেভেন। ট্রফি ধরে রাখাই লক্ষ্য গতবারের চ্যাম্পিয়বদের। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই প্রধান বাজি পর্তুগীজ দলের।। এখনও পর্যন্ত দেশের হয়ে ১৭৩ ম্য়াচে ১০৩টি গোল
রবার্ট লেওনডস্কি- বিগত কয়েক মরসুমে ক্লাব ফুটবলে দুরন্ত ফর্মে খেলেছেন রবার্ট লেওনডস্কি। ইউরো কাপেও পোলান্ড দলের সেরা তারকা তিনি। দেশের হয়ে ১১৮ ম্যাচে ৬৬টি গোল করেছেন লেওনডস্কি।
কিলিয়ান এমবাপে- গতবারের বিশ্বজয়ী দলের অন্যতম সেরা ভরসার নাম কিলিয়ান এমবাপে। ইউরো কাপে এবার সেরা ফেভিরটও ফ্রান্স। দেশের জার্সিতে এখনও পর্যন্ত ৪৩ ম্য়াচে ১৭টি গোল করেছেন এমবাপে।
আঁতোয়া গ্রিজম্য়ান- ফ্রান্স দলের আরও এক সেরা তারকার নাম হল আঁতোয়া গ্রিজম্যান। বিশ্বকাপের পর ইউরোতেও দলকে জেতানোই লক্ষ্য তার। ফ্রান্সের জার্সিতে ৯০টি ম্য়াচে ৩৬টি গোল করেছেন গ্রিজম্য়ান।
আঁতোয়া গ্রিজম্য়ান- ফ্রান্স দলের আরও এক সেরা তারকার নাম হল আঁতোয়া গ্রিজম্যান। বিশ্বকাপের পর ইউরোতেও দলকে জেতানোই লক্ষ্য তার। ফ্রান্সের জার্সিতে ৯০টি ম্য়াচে ৩৬টি গোল করেছেন গ্রিজম্য়ান।
গ্যারেথ বেল- ওয়েলস জাতীয় দলের সেরা ভরসা গ্যারেথ বেল। ক্লাব ফুটবলে তিনি তারকা। দেশের হয়ে কিছু করে দেখাতে মরিয়া বেল। ওয়েলসের জার্সিতে ৯৯ ম্যাচে ৩৩টি গোল করেছেন গ্যারেথ বেল।
লুকা মদ্রিচ- বয়স বাড়লেও যে অভিজ্ঞতার দাম রয়েছে তা বারবার প্রমাণ করেছেন ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ। গত বিশ্বকাপেও রানার্সআপ হয়েছিল ক্রোটরা। ১৩৭ ম্য়াচে ১৭ গোল করে ও মাঝ মাঠের দায়িত্ব সামলানোর ক্ষেত্রে দলের সেরা ভরসা মদ্রিচ।
টিমো ওয়ার্নার- ২০১৪ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলেও, ২০১৮ বিশ্বকাপে হতাশাজনক পারফরমেন্স করেছিল জার্মানি। তারপর থেকে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না জার্মানি দলের। এবার ইউরো কাপে আরও একবার নিজেদের প্রমাণ করতে মরিয়া জার্মানরা। ৩৮ ম্যাচে ১৫ গোল করে জার্মানি দলের অন্যতম সেরা ভরসা টিমো ওয়ার্নার।
কেভিন ডি ব্রুইন- বেলজিমায় মাঝমাঠের অন্যতম সেরা তারকা কেভিন ডি ব্রুইন। গত বিশ্বকাপেও দুরন্তত পারফর্ম করেছিলেন তিনি। এবার ইউরোতে ট্রফি জয় লক্ষ্য বেলজিয়ামের। সেক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারেন ব্রুইন। ৮০ ম্যাচে ২১ গোল রয়েছে তার ঝুলিতে।
মার্কাস ব়্যাশফোর্ড- ইউরো কাপে ইংল্যান্ড দলের আরও এক সেরা ভরসার নাম হল মার্কাস ব়্যাশফোর্ড। দেশের জার্সিতে ৪১ টি ম্যাচে এখনও পর্যন্ত ১২টি গোল করেছেন তিনি। ইউরো কাপে দলককে সাফল্য এনে দেওয়াই লক্ষ্য ব়্যাশফোর্ডের।
জিয়োর্জিও চিয়েল্লিনি- ২০০৬ সালে বিশ্বজয়ের পর আন্তর্জাতিক ফুটবলে বড় সাফল্য আসেনি ইতালির ঝুলিতে। এবার ইউরো কাপে ইতালি দলের অন্যতম সেরা ভরসা অভিজ্ঞ জিয়োর্জিও চিয়েল্লিনি। ১০৬ ম্য়াচে ৮টি গোল করেছেন তিনি।
মেমফিস ডিপে- গত বিশ্বকাপে না থাকলেও, দুরন্তভাবে কামব্যাক করেছে নেদারল্যান্ডস দল। বিগত কয়েক বছরে আন্তর্জাতিক ফুটবলে দাপট দেখিয়েছে ডাচরা। ইউরো কাপে নেদারল্যান্ডস দলের অন্যতম সেরা ভরসা মেমফিস ডিপে। দেশের হয়ে ৬৩টি ম্যাচে ২৫টি গোল করেছেন তিনি।
আলভারো মোরাতা- ২০১০ সালে বিশ্ব জয়ের পর থেকেই নিজেদের সেরা ছন্দে নেই স্পেন। নেই সেই স্বর্ণযুগের প্লেয়াররাও। তবে এবার ইউরোতে স্পে দলের অন্যতম সেরা বাজি হল আলভারো মোরাতা। দেশের হয়ে ৩৯ ম্য়াচে ১৯ গোল করেছেন তিনি।
কুর্তোয়া- শুধু গোল স্কোরার নয়, এবার ইউরো কাপে যে গোলরক্ষকদের পারফরমেন্সের দিকে সকলের নজর থাকবে, তাদের মধ্যে প্রধান হল বেলজিয়ামের গোলরক্ষক কুর্তোয়া।
হুগো লরিস- ফ্রান্সের অভিজ্ঞ গোলরক্ষক হুগো লরিসের পারফরমেন্সের উপরও নজর থাকবে সকলের। গত বিশ্বকাপেও দেশের বিশ্ব জয়ের ক্ষেত্রে তেকাঠির নীচে অনবদ্য পারফর্ম করেছিলেন লরিস।