ইউরো জয়ের উৎসব, জানুন একসঙ্গে কাকে নিয়ে বেড রুমে গেলেন বোনুচ্চি ও চিয়েলিনি

ওয়েম্বলিতে পিছিয়ে পড়েও ইউরো ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পেয়েছে ইতালি। টাইব্রেকারে গ্যারেথ সাউথগেটের দলকে হারিয়ে জয় পায় বরের্তো মানচিনির দল। ম্যাচ শেষে উৎসবে মাতেন ইতালির প্লেয়াররা। মাঠের বাইরে ব্যক্তিগতভাবেও চলে সেলিব্রেশন। ইতালির অধিনায়ক চিয়েলিনি ও ফাইনালে গোলদাতা বোনুচ্চির ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়।
 

Sudip Paul | Published : Jul 12, 2021 10:18 AM IST
110
ইউরো জয়ের উৎসব, জানুন একসঙ্গে কাকে নিয়ে বেড রুমে গেলেন বোনুচ্চি ও চিয়েলিনি

ইউরো ২০২০-র ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ৫৩ বছর পর চ্য়াম্পিয়ন হয়েছে ইতালি। ১ গোলে পিছিয়ে পড়েও ম্যাচে সমতা ফেরায় ইতালি। নির্ধারিত ও অতুরিক্ত সময়ে ১-১ গোল শেষ হয় খেলা।

210

টাইব্রেকারে ইংল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারায় ইতালি। দ্বিতীয় বার ইউরো সেরা হয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মাতে ইতালির প্লেয়ার। আনন্দে চোখে জল কোচ মানচিনিরও।

310

৫৩ বছর বছর দেশকে ইউরো সেরা করতে ইতিহাসের পাতায় নাম লেখালেন ইতালি অধিনায়ক জর্জিও চিয়েলিনি। ও ফাইনালে গোলদাতা লিওনার্দো বোনুচ্চি।

410
ফাইনালের গোলের সুবাদে ম্য়াচের সেরা নির্বাচিত হন বোনুচ্চি। ম্য়াচ শেষে ইউরো ট্রফি ও ম্য়াচ সেরার ট্রফি হাতে ছবি দেন বোনুচ্চি।
510
অপরদিকে, হোটেলে ফেরার সময় বাসেও ইউরো ট্রফিকে চুমু দেওয়ার পোজে ছবি তুলে ইনস্টাগ্রামে শেয়ার করেন তারকা ফুটবলার।
610
একইরকমভাবে উল্লাসে মাতেন ইতালির অধিনায়ক চিয়েলিনিও। বাসে ট্রফি আলিঙ্গন করে পোজ দিয়ে ছবি তুলে শেয়ার করেন তিনি।
710
কিন্তু হোটেলে ফিরে সেই ট্রফি নিয়েই রুমে শুয়ে থাকতে দেখা যায় চিলেনি ও বোনুচ্চিকে। অর্থাৎ ট্রফি শোবার ঘরে যান দুই তারকা।
810
চিয়েলিনি ট্রফিটিকে খাটের মধ্যে শুইয়ে রেখে ছবিও তোলেন। যা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। যা খুবই পছন্দ করেন সকলে।
910
তবে চিয়েলিনি ও বোনুচ্চির ট্রফি নিয়ে একসঙ্গে শুয়ে থাকাপ ছবি ফাইরাল হয়েছে নেট দুনিয়ায়। যা সকলের মনে ধরেছে।
1010
শুধু ইতালি দলের প্লেয়াররাই নয়, ৫৩ বছর পর ট্রফি জেতার আনন্দে রাতভর রোমেও চলে সেলিব্রেশন। এবার ইতালির পাখির চোখ বিশ্বকাপ।
Share this Photo Gallery
click me!

Latest Videos