110
ইউরো ২০২০-র ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ৫৩ বছর পর চ্য়াম্পিয়ন হয়েছে ইতালি। ১ গোলে পিছিয়ে পড়েও ম্যাচে সমতা ফেরায় ইতালি। নির্ধারিত ও অতুরিক্ত সময়ে ১-১ গোল শেষ হয় খেলা।
Subscribe to get breaking news alertsSubscribe 210
টাইব্রেকারে ইংল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারায় ইতালি। দ্বিতীয় বার ইউরো সেরা হয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মাতে ইতালির প্লেয়ার। আনন্দে চোখে জল কোচ মানচিনিরও।
310
৫৩ বছর বছর দেশকে ইউরো সেরা করতে ইতিহাসের পাতায় নাম লেখালেন ইতালি অধিনায়ক জর্জিও চিয়েলিনি। ও ফাইনালে গোলদাতা লিওনার্দো বোনুচ্চি।
410
ফাইনালের গোলের সুবাদে ম্য়াচের সেরা নির্বাচিত হন বোনুচ্চি। ম্য়াচ শেষে ইউরো ট্রফি ও ম্য়াচ সেরার ট্রফি হাতে ছবি দেন বোনুচ্চি।
510
অপরদিকে, হোটেলে ফেরার সময় বাসেও ইউরো ট্রফিকে চুমু দেওয়ার পোজে ছবি তুলে ইনস্টাগ্রামে শেয়ার করেন তারকা ফুটবলার।
610
একইরকমভাবে উল্লাসে মাতেন ইতালির অধিনায়ক চিয়েলিনিও। বাসে ট্রফি আলিঙ্গন করে পোজ দিয়ে ছবি তুলে শেয়ার করেন তিনি।
710
কিন্তু হোটেলে ফিরে সেই ট্রফি নিয়েই রুমে শুয়ে থাকতে দেখা যায় চিলেনি ও বোনুচ্চিকে। অর্থাৎ ট্রফি শোবার ঘরে যান দুই তারকা।
810
চিয়েলিনি ট্রফিটিকে খাটের মধ্যে শুইয়ে রেখে ছবিও তোলেন। যা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। যা খুবই পছন্দ করেন সকলে।
910
তবে চিয়েলিনি ও বোনুচ্চির ট্রফি নিয়ে একসঙ্গে শুয়ে থাকাপ ছবি ফাইরাল হয়েছে নেট দুনিয়ায়। যা সকলের মনে ধরেছে।
1010
শুধু ইতালি দলের প্লেয়াররাই নয়, ৫৩ বছর পর ট্রফি জেতার আনন্দে রাতভর রোমেও চলে সেলিব্রেশন। এবার ইতালির পাখির চোখ বিশ্বকাপ।